৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সোপিয়ানে দুই কাশ্মীরি পণ্ডিত ভাইয়ের ওপর সন্ত্রাসী হানা, নিহত এক, গুরুতর জখম অপরজন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 10

Representative image

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের রক্তাক্ত উপত্যকা। জম্মু- কাশ্মীরের একটি সোপিয়ান জেলার  একটি আপেল বাগানে গুলি  চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গুলিতে এক কাশ্মীরি পণ্ডিত নিহত হয়েছেন। গুলিতে তার ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশ নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছে নিহত কাশ্মীরি পন্ডিতের নাম সুশীল কুমার, গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই পিন্টু কুমার।

 

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের গভর্নর লেফটেন্যান্ট মনোজ সিনহা। এক ট্যুইট জম্মু-কাশ্মীরের গভর্নর লিখেছেন “ সাধারণ নাগরিকদের ওপর এই ধরণের  ঘৃন্য সন্ত্রাসী  হানার তীব্র নিন্দা করছি। এর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যাবেনা। নিহত সুনীল কুমারের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি।”

 

বডগামের একটি সরকারি অফিসে একজন কাশ্মীরি পণ্ডিতকে হত্যার প্রায় তিন মাস পরে ফের একই ঘটনায়  ব্যাপক ক্ষোভ দেখা যায়।তীব্র আতঙ্কের জের এবং নিরাপত্তার অভাব বোধ করায়    প্রায়  ৫০০০ রাজ্যসরকারি কর্মী কাশ্মীরি পন্ডিত জম্মুতে বদলি চেয়ে আবেদন জানিয়েছেন।

 

উল্লেখ্য  গত অক্টোবরে, পাঁচ দিনে সাতজন অসামরিক লোক নিহত হয় — তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত, একজন শিখ এবং দুই অভিবাসী হিন্দু ছিলেন। গত মে মাসে রাহুল ভাট নামে একজন কাশ্মীরি পন্ডিতকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোপিয়ানে দুই কাশ্মীরি পণ্ডিত ভাইয়ের ওপর সন্ত্রাসী হানা, নিহত এক, গুরুতর জখম অপরজন

আপডেট : ১৬ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের রক্তাক্ত উপত্যকা। জম্মু- কাশ্মীরের একটি সোপিয়ান জেলার  একটি আপেল বাগানে গুলি  চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গুলিতে এক কাশ্মীরি পণ্ডিত নিহত হয়েছেন। গুলিতে তার ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশ নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছে নিহত কাশ্মীরি পন্ডিতের নাম সুশীল কুমার, গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই পিন্টু কুমার।

 

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের গভর্নর লেফটেন্যান্ট মনোজ সিনহা। এক ট্যুইট জম্মু-কাশ্মীরের গভর্নর লিখেছেন “ সাধারণ নাগরিকদের ওপর এই ধরণের  ঘৃন্য সন্ত্রাসী  হানার তীব্র নিন্দা করছি। এর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যাবেনা। নিহত সুনীল কুমারের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি।”

 

বডগামের একটি সরকারি অফিসে একজন কাশ্মীরি পণ্ডিতকে হত্যার প্রায় তিন মাস পরে ফের একই ঘটনায়  ব্যাপক ক্ষোভ দেখা যায়।তীব্র আতঙ্কের জের এবং নিরাপত্তার অভাব বোধ করায়    প্রায়  ৫০০০ রাজ্যসরকারি কর্মী কাশ্মীরি পন্ডিত জম্মুতে বদলি চেয়ে আবেদন জানিয়েছেন।

 

উল্লেখ্য  গত অক্টোবরে, পাঁচ দিনে সাতজন অসামরিক লোক নিহত হয় — তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত, একজন শিখ এবং দুই অভিবাসী হিন্দু ছিলেন। গত মে মাসে রাহুল ভাট নামে একজন কাশ্মীরি পন্ডিতকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।