পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা কাশ্মীরে। বান্দিপোরা জেলায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে গেল ভারতীয় সেনা বাহিনীর একটি ট্রাক। সংশ্লিষ্ট ঘটনায় ৪ জওয়ানের।
উত্তর কাশ্মীরে এস কে পাইন এলাকায় এই দুর্ঘটনা। খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় মানুষ প্রথমে উদ্ধারকাজে হাত লাগায়।
সেজন্য সেনার পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বান্দিপোরার ঘটনায় এলজি মনোজ সিনহা গভীর দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন, এইসব জাওয়ানরা মহৎ কাজে দেশের সুরক্ষায় নিয়োজিত ছিল।
২৪ ডিসেম্বর পুঞ্চ জেলাতেও একইরকম দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছিল। সেই সেনা ট্রাকে ১৮ জন ছিলেন। নভেম্বর মাসেও দু’টি পৃথক দুর্ঘটনার ৫ জওয়ানের মৃত্যু হয়েছিল। জম্মু-কাশ্মীরের দুর্গম এলাকায় সেনা ট্রাকের বহু মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবার অবশ্য ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।