পুবের কলম, ওয়েবডেস্ক: সামনেই পবিত্র শবে বরাত। অপেক্ষার আর ১০ দিন মাত্র। এই আবহে শবে বরাত উপলক্ষে ছুটি ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। তবে জানা গেছে, এটা কোনও সাধারণ ছুটি না, রাজ্য সরকারের তরফে এই দিনকে ঐচ্ছিক ছুটির তালিকাভুক্ত করা হয়েছে। বলা বাহুল্য, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র শবে বরাত । সংশ্লিষ্ট রাজ্যে চলতি মাসে মোট তিনটি ছুটির ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। যার মধ্যে ১ টি সরকারি বাকি ২ টি ঐচ্ছিক। শবে-বরাত উপলক্ষে ছুটির ঘোষণা ঐচ্ছিক ছুটির মধ্যে পড়ছে। যদিও সমস্ত স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেদিন বলেই জানা গেছে। বিশেষ করে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ইতিমধ্যেই শাবান মাসের চাঁদের দেখা মিলেছে। তাই শুক্রবার নিশ্চিত ছুটির ঘোষণা দিয়েছেন রাজ্য সরকার।
READ MORE: রাজস্থান বিধানসভায় ধর্মান্তর বিরোধী বিল পেশ বিজেপি সরকারের
উল্লেখ্য, শবে বরাত’ এই শব্দ-যুগল ফারসি ভাষা থেকে এসেছে। ‘শব’ মানে রাত, ‘বরাত’ মানে মুক্তি। আরবি শব্দ ‘বারাআত’র অর্থও মুক্তি। তাই শবে বরাত অর্থ হবে মুক্তির রাত হিসেবেই অনেক স্কলার নিশ্চিত করেছেন। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ‘শবে বরাত’ হিসেবে পালিত হয়। হাদিস শরিফে ‘শাবান মাসের মধ্য দিবসের রজনী’ আখ্যায়িত করা হয়েছে। সঙ্গে এও বলা হয়েছে– এটি এমন একটি রাত, যে রাতে বান্দাকে তার প্রতিপালক গোনাহ থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে দেন। এখান থেকেই ফার্সিতে এটিকে ‘শবে বরাত’ আখ্যা দেওয়া হয়। মানে মুক্তির রাত।