৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরের পুলওয়ামায় টার্গেট কিলিং! নিহত কাশ্মীর পণ্ডিত, শোকজ্ঞাপন ওমর আবদুল্লার  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 14

পুবের কলম, ওয়েবডেস্ক:  ফের উত্তপ্ত উপত্যকা।  জম্মু- কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদীদের টার্গেট অ্যাটাকের শিকার হলেন এক কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের ব্যক্তি। রবিবার সকালের কাশ্মীরের আচানে এই ঘটনা ঘটে। জানা গেছে,  সঞ্জয় শর্মা নামে ব্যক্তি যখন স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন তখন সন্ত্রাসবাদীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ সঞ্জয় শর্মাকে কাছের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।  নিহত সঞ্জয় শর্মা কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। একটি ব্যাঙ্কে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন তিনি।

 

কাশ্মীরি জোন পুলিশ একটি ট্যুইট করে জানিয়েছে, সন্ত্রাসীরা সঞ্জয় শর্মা নামে এক ব্যক্তির উপর গুলি চালায়। তখন বাজারে যাচ্ছিলেন। পুলওয়ামার আচান জেলায় একটি ঘটনা ঘটে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে।

ঘটনায় শোকজ্ঞাপন করেছে ওমর আবদুল্লা। একটি ট্যুইট করে ওমর আবদুল্লা লেখেন, ‘দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরাপত্তারক্ষী সঞ্জয় পণ্ডিতের মৃত্যু খুব দুঃখজনক ঘটনা। সঞ্জয় একটি ব্যাঙ্কে নিরাপত্তার রক্ষীর কাজ করতেন। সন্ত্রাসী হামলায় আজ তার মৃত্যু হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানাই, মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি’।

 

কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন।

 

ডিআইজি (দক্ষিণ কাশ্মীর) রাইস মুহাম্মদ ভাট জানান, পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বার বার হামলায় ঘটনা ঘটনায় তাদের ন্যায় বিচার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শীঘ্রই এই হামলার ঘটনায় সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টা করছি। দক্ষিণ কাশ্মীরে পর পর সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে কঠোর তদন্ত চলছে। আমরা তাদের ঘৃণ্য পরিকল্পনা দমন করব। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

 

কাশ্মীর পণ্ডিত সংগ্রাম সমিতি জানিয়েছে,  নিহত সঞ্জয় শর্মা পরিযায়ী ছিলেন না।

 

প্রসঙ্গত, চার মাস আগে এক হিন্দু নাগরিকের উপর গুলি চালনার ঘটনা ঘটে। এর পরে দ্বিতীয় আক্রমণটি ঘটে দুদিন আগে কাশ্মীরে। গত বছর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন আসিফ আলি গানাই নামে এক যুবক। মৃত্যু হয় আসিফের বাবার। তিনি পুলিশের হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

 

বিগত একবছর ধরে কাশ্মীরে টার্গেট কিলিংয়ের ঘটনা বেড়ে চলেছে। সন্ত্রাসী নিশানার শিকার হয়েছে পরিযায়ী শ্রমিক থেকে কাশ্মীরি পণ্ডিতরা। ক্রমবর্ধমান চলতে থাকা এই ঘটনায় সংখ্যালঘুরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সরকারের কাছে তাদের প্রশ্ন, তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য কি উপত্যকায় ফিরিয়ে আনা হয়েছে?

 

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশ্মীরের পুলওয়ামায় টার্গেট কিলিং! নিহত কাশ্মীর পণ্ডিত, শোকজ্ঞাপন ওমর আবদুল্লার  

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ফের উত্তপ্ত উপত্যকা।  জম্মু- কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদীদের টার্গেট অ্যাটাকের শিকার হলেন এক কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের ব্যক্তি। রবিবার সকালের কাশ্মীরের আচানে এই ঘটনা ঘটে। জানা গেছে,  সঞ্জয় শর্মা নামে ব্যক্তি যখন স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন তখন সন্ত্রাসবাদীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ সঞ্জয় শর্মাকে কাছের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।  নিহত সঞ্জয় শর্মা কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। একটি ব্যাঙ্কে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন তিনি।

 

কাশ্মীরি জোন পুলিশ একটি ট্যুইট করে জানিয়েছে, সন্ত্রাসীরা সঞ্জয় শর্মা নামে এক ব্যক্তির উপর গুলি চালায়। তখন বাজারে যাচ্ছিলেন। পুলওয়ামার আচান জেলায় একটি ঘটনা ঘটে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে।

ঘটনায় শোকজ্ঞাপন করেছে ওমর আবদুল্লা। একটি ট্যুইট করে ওমর আবদুল্লা লেখেন, ‘দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরাপত্তারক্ষী সঞ্জয় পণ্ডিতের মৃত্যু খুব দুঃখজনক ঘটনা। সঞ্জয় একটি ব্যাঙ্কে নিরাপত্তার রক্ষীর কাজ করতেন। সন্ত্রাসী হামলায় আজ তার মৃত্যু হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানাই, মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি’।

 

কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন।

 

ডিআইজি (দক্ষিণ কাশ্মীর) রাইস মুহাম্মদ ভাট জানান, পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বার বার হামলায় ঘটনা ঘটনায় তাদের ন্যায় বিচার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শীঘ্রই এই হামলার ঘটনায় সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টা করছি। দক্ষিণ কাশ্মীরে পর পর সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে কঠোর তদন্ত চলছে। আমরা তাদের ঘৃণ্য পরিকল্পনা দমন করব। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

 

কাশ্মীর পণ্ডিত সংগ্রাম সমিতি জানিয়েছে,  নিহত সঞ্জয় শর্মা পরিযায়ী ছিলেন না।

 

প্রসঙ্গত, চার মাস আগে এক হিন্দু নাগরিকের উপর গুলি চালনার ঘটনা ঘটে। এর পরে দ্বিতীয় আক্রমণটি ঘটে দুদিন আগে কাশ্মীরে। গত বছর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন আসিফ আলি গানাই নামে এক যুবক। মৃত্যু হয় আসিফের বাবার। তিনি পুলিশের হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

 

বিগত একবছর ধরে কাশ্মীরে টার্গেট কিলিংয়ের ঘটনা বেড়ে চলেছে। সন্ত্রাসী নিশানার শিকার হয়েছে পরিযায়ী শ্রমিক থেকে কাশ্মীরি পণ্ডিতরা। ক্রমবর্ধমান চলতে থাকা এই ঘটনায় সংখ্যালঘুরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সরকারের কাছে তাদের প্রশ্ন, তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য কি উপত্যকায় ফিরিয়ে আনা হয়েছে?