ইনামুল হক, টাকি: টাকিতে দুই বাংলার বিসর্জনের প্রস্তুতির ছবি রবিবার সকাল থেকে লক্ষ্য করা যায়। কড়া নজরদারির মধ্যে ওপার বাংলা ও এপার বাংলার প্রতিমা নিরঞ্জন হবে ইছামতি নদীতে। তার আগেই নদীপথে চলছে বিএসএফের টহলদারি। পাশাপাশি সিসিটিভি বসানো হয়েছে। নজরদারির জন্য নদীর মাঝ বরাবর লঞ্চ করে চলছে টহলদারী। এক কথায় বলা যায় টাকির ইছামতি নদীতে এপার বাংলার ওপার বাংলার দুই বাংলার ভাসানের কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলেছে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। টাকির ইছামতি নদীর ভাসান প্রাচীন কাল থেকে এক সংস্কৃতি বহন করে চলেছে। দুই বাংলার বিসর্জনের মধ্য সম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। আর শতাব্দী প্রাচীন এই বিসর্জন দেখতে রাজ্য তথা ভিন রাজ্য এমনকি বিদেশি পর্যটকরা নদীর পাড়ে ঢল নামান। পুজোর একমাস আগে থেকে টাকির যেসব হোটেল রয়েছে সেগুলো সব বুকিং হয়ে যায়। জানা গিয়েছে, ১৩ই অক্টোবর দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই বাংলার প্রতিমা নিরঞ্জন হবে। সেই সঙ্গে দর্শনার্থীদের নৌকা নামবে। কিন্তু কেউ সীমান্ত অতিক্রম করবে না। তার জন্য নদীর মাছ বরাবর ৫০টি বোর্ড মোটা দড়ির কাছি একাধিক সিসিটিভি ক্যামেরা জুনুনের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের বাহিনী থাকবে। পাশাপাশি উইনারস টিম সিভিল পোশাকে থাকবেন যাতে নিরাপত্তা নিয়ে কোন কার্পণ্য না থাকে। ইতিমধ্যে ইছামতি পারে ভিড় জমাতে শুরু করেছে দর্শনার্থীরা। এই বিসর্জন ঘিরে রয়েছে দুই বাংলার সম্প্রীতির এক নিদর্শন। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরদকুমার দ্বিবেদী , বসিরহাট মহাকুমার শাসক, প্রশাসনিক আধিকারিকরা ইছামতি নদী পরিদর্শন করেছেন।
ব্রেকিং
- মধ্যপ্রদেশের ১৭টি শহরে নিষিদ্ধ হওয়ার পথে মদ
- কাটল জট, কাশ্মীরে ১৭ রহস্য-মৃত্যুর নেপথ্যে ‘ক্যাডমিয়াম’
- ইন্ডিগোর বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ৬ হাজারের বিনিময়ে পোস্ট মোছার নির্দেশ
- মুসলিম দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার পথে ট্রাম্প
- এবার তোপসিয়াতে হেলে পড়ল আবাসন, আতঙ্কে বাসিন্দারা
- বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টলের আবেদন খারিজ হাইকোর্টে
- কেজি প্রতি ১ টাকা দাম কমল আমুল দুধের
- ট্রাম্পের অভিবাসন নীতির জের, আমেরিকায় পড়ুয়াদের পার্ট টাইম কাজ ছাড়ার হিড়িক
- জৈব চাষের উপর জোর দিতে কুলতলিতে কৃষি মেলা
- মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮
- ওয়াকফ নিয়ে জেপিসির বৈঠকে হট্টগোল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় -সহ ১০ বিরোধী সাংসদ সাসপেন্ড
- ফলতায় সেবাশ্রয়: দৈনিক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে হাজার হাজার রোগী