৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :

সাংসদ শিশির অধিকারীর উপর হামলার অভিযোগে মামলা হাইকোর্টে
পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে দাখিল হয় সাংসদ শিশির অধিকারী উপর আক্রান্ত বিষয়ক

কাঁথির মাজারে শিশির অধিকারী! রাজনৈতিক তরজা
পুবের কলম প্রতিবেদক, কাঁথিঃ কাঁথি শহরের দারুয়া আস্তানা মাজারে চাদর চড়ালেন শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারী। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শাসক দল তৃণমূল কংগ্রেসও। বলাবাহুল্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেষ বিধানসভা নির্বাচনের আগে-পরে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর বিশেষকরে মুসলিম সম্প্রদায়কে নিশানা করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একাধিক জনসভা থেকে কখনো বেগম, বাংলাদেশের ফুফু একাধিক ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। গত বিধানসভা নির্বাচনের পূর্বে জনসভা থেকে ’সংখ্যালঘু জেহাদি’ বলেও আক্রমণ করতে ছাড়েন নি শুভেন্দুবাবু। কিন্তু একেবারে উলটো পথে হাঁটলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে দারুয়া আস্তানা মাজারে আসেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। সেখানে তিনি চাদর চড়িয়ে ও সিন্নি দিয়ে শ্রদ্ধা জানান। কাঁথি শহরে দারুয়া আস্তানা মাজারের সেবক উমর ফারুক বলেন, “জাতি-ধর্ম নির্বিশেষে সবাই এখানে আসতে পারেন। সাংসদ আসায় আমরা খুশি। কিন্তু একটা দুঃখ রয়েছে ভোটের সময় কাঁথির সাংসদের ছেলে আমাদের উদ্দেশ্যে কটুক্তিকর মন্তব্য করেছেন”।