এবছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সুভান্তে প্যাবো। এর আগে তার বাবা বায়োকেমিস্ট সুনে বার্গস্ট্রোমও নোবেল পুরস্কার লাভ করেন।
মূলত আদিম মানুষের জিনোম উদঘাটন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। বিলুপ্ত মানুষ ও আধুনিক মানুষের মধ্যে যোগসূত্র প্রকাশ করার জন্য একটি সম্পূর্ণ নিয়ান্ডারথাল জিনোম সিকোয়েন্স তার গবেষণার মূল অর্জন।
নোবেল কমিটি জানিয়েছে, আদিম মানুষের জিনোম উদঘাটন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
এটিই এ বছরের প্রথম ঘোষিত নোবেল পুরস্কার।
চিকিৎসা বিশ্বে সবচেয়ে সম্মানজনক এ পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডিস ক্রাউন্স বা ৯ লাখ ৩৫৭ ডলার। আর বাংলাদেশী টাকায় এর পরিমাণ প্রায় ৯০ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকা।