পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রাক্তন জেডি(এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্নার জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এম ত্রিবেদী ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই জামিন খারিজ করে দেয়। যৌন হেনস্থা, ধর্ষণ, অশ্লীল ভিডিও ও অপহরণে অভিযুক্ত প্রজ্জ্বল। বেঞ্চ জানিয়েছে, অভিযুক্ত একজন প্রভাবশালী। তদন্তে প্রভাব খাটাতে পারে।
রেভান্নার পক্ষে উপস্থিত হয়ে বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগি বলেছেন যে, মামলায় একটি চার্জশিট দাখিল করা হয়েছে এবং প্রাথমিক অভিযোগে আইপিসির ৩৭৬ ধারা ছিল না। বেঞ্চ জানিয়েছে, কর্নাটক হাইকোর্ট গত ২১ অক্টোবর জামিন বাতিল করেছিল। তাই হাইকোর্টের রায় হস্তক্ষেপ করতে পারবে না আদালত। আইনজীবী ছয়মাস পরে এই মামলা আদালতে যাওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু বেঞ্চ জানিয়ে দিয়েছে, এটি সে সম্পর্কে কিছু বলতে পারে না এবং তার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
আগস্টে কর্নাটকের একটি বিশেষ তদন্ত দল যেটি রেভান্নার বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং হয়রানির চারটি মামলার তদন্ত করছে, একটি ২১১৪ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে বলা হয়েছে, প্রাক্তন বিধায়ক বাড়ির পরিচারিকাদের উপর যৌন নির্যাতন চালাত। তার বিরুদ্ধে দুটি ধর্ষণ-সহ যৌন হেনস্থার রিপোর্ট দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রজ্জ্বল রেভান্না হলনারসিপুর জেডি(এস) বিধায়ক এইচ ডি রেভান্নার ছেলে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি।