রিয়াদ: গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসি ও আরব লীগ আয়োজিত শীর্ষ সম্মেলনে এমনই অভিযোগ করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইসঙ্গে মুসলিম রাষ্ট্রপ্রধানদের ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করারও আহ্বান জানিয়েছেন তিনি। মুসলিম নেতাদের উদ্দেশে আব্বাস বলেন, গাজায় যুদ্ধ চালাতে ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে কারণে আন্তর্জাতিক মহল ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে ব্যর্থ হয়েছে। ফলে গাজায় যুদ্ধ বন্ধ করতে মুসলিম ও আরব নেতাদের দায়িত্ব বেড়ে গেছে।
Read More: মুসলিম শাসকদের উপেক্ষা, দাপট দেখাল ইসরাইল
সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসি ও আরব লীগ আয়োজিত শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের গণহারে হত্যা করছে ইসরাইল। টার্গেট করছে রাষ্ট্রসঙ্ঘের ত্রাণসংস্থা ইউএনআরডব্লিউএ কর্মীদেরকেও। সবদিক বিবেচনা করে ইহুদিবাদীদের সাথে সম্পর্ককে পুনঃমূল্যায়ন করুন এবং সম্পর্ক স্বাভাবিক করা থেকে বিরত থাকুন। রাষ্ট্রসঙ্ঘকে যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা নিতেও আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। মাহমুদ আব্বাসের বক্তব্য, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে অমান্য করছে তেল আবিব। তারা যদি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নাই হতে পারে, তাহলে রাষ্ট্রসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্যপদ স্থগিত করুন।