প্রয়াত পিয়ারলেসের কর্ণধার সুনীলকান্তি রায়, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

- আপডেট : ৯ মে ২০২২, সোমবার
- / 3
পুবের কলম প্রতিবেদক: চলে গেলেন বিশিষ্ট শিল্পপতি তথা পিয়ারসেল গ্রুপের কর্ণধার সুনীলকান্তি রায়। রবিবার শেষ রাতে তিনি কলকাতার পিয়ারলেস হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত শিল্পপতি সুনীলকান্তি রায় পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, বয়স জনিত রোগের কারণে পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুনীলকান্তি রায়। সেখানেই চিকিৎসা চলছিল। তবে রবিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই শিল্পপতি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ডিরেক্টর বোর্ডেরও সদস্য ছিলেন। তিনি রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক রেখেছিলেন। সোমবার সকালে তাঁর মরদেহ বেলুড় মঠে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষশ্রদ্ধা জানান মঠের সন্যাসীরা।
এই শিল্পপতির প্রয়াণে সোমবার শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রয়াত শিল্পপতির আত্মীয়-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা ব্যক্ত করেছেন মমতা। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশিষ্ট শিল্পপতি সুনীলকান্তি রায় (এস কে রায়)-এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। দেশের অগ্রগণ্য বাণিজ্যপ্রতিষ্ঠান পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন। তিনি আর্থিক-বিমা-স্বাস্থ্য-হোটেল-আবাসন-অটোমোবাইল-সিকিউরিটিজ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। বিভিন্ন সমাজ-কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।’
প্রসঙ্গত,শিল্পপতি সুনীলকান্তি রায়কে ভারত সরকার ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেছিল। তাঁর প্রয়াণ শিল্প ও বাণিজ্য জগতের এক অপূরণীয় ক্ষতি বলেও শোকবার্তায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।