সপ্তাহে একদিন পর্যটকদের জন্য বন্ধ সুন্দরবন
ইমামা খাতুন
- আপডেট :
২৯ মার্চ ২০২৩, বুধবার
- / 15
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন: ভ্রমণ পিপাসুদের জন্য দুঃসংবাদ। এবার থেকে আপনি চাইলেও প্রতিদিন সুন্দরবন ভ্রমণ করতে পারবেন না। সপ্তাহের প্রতি মঙ্গলবার করে পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে সুন্দরবনকে। বিশেষ করে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকা বন্ধ থাকবে পর্যটকদের জন্য, সম্প্রতি এমনটাই সিদ্ধান্ত নিল বনদফতর।
উল্লেখ্য, ১ এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলেই জানা গেছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের নিজস্ব কাজকর্মের ক্ষেত্রে সুবিধার জন্যই এই পদক্ষেপ বলে বন দফতর সূত্রে জানা গেছে।
তবে পর্যটকদের জন্য বন্ধ থাকলেও স্থানীয় মানুষদের যাতায়াতে কোনোও বিধিনিষেধ থাকছে না।তবে এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নয় সুন্দরবনপ্রেমী মানুষজন। তারা জানিয়েছেন, সুন্দরবনের চরিত্র অন্যান্য বনের মত নয়। এখানে ছবি তোলার ক্ষেত্রে জোয়ার- ভাটা, অমবস্যা- পূর্ণিমার মত তিথি বাছতে হয়। সেক্ষেত্রে এই সময় গুলি মঙ্গলবার পড়লে তখন সমস্যা হতে পারে।