কলকাতাSaturday, 21 August 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সাফল্য, নাসায় পাড়ি দিচ্ছে ভারতের ১৪ বছরের মেয়ে দিক্ষা শিন্ডে

mtik
August 21, 2021 12:19 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ নাসায় যাচ্ছে ভারতের ১৪ বছরের দিক্ষা শিন্ডে। দিক্ষার মা একজন টিউশন টিচার, এবং বাবা স্কুলের শিক্ষক। মেয়ের এই সাফল্যে খুশি শিন্ডে পরিবার। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বাসিন্দা দিক্ষা দশম শ্রেণীর ছাত্রী। ‘নাসা’র এম এস আই ফেলোশিপের ভার্চুয়াল প্যানেলে সুযোগ পায় দিক্ষা। এই ফেলোশিপের জন্য সেও টাকাও পাবে। এবং বিভিন্ন জায়গায় নিজের রিসার্চ পেপার নিয়ে কনফারেন্সও করবে। নাসার হয়ে কাজও শুরু করতে হবে তাঁকে। দিক্ষা প্রথম থেকেই স্টিফেন হকিং – এর বই পড়তে ভালোবাসে। গবেষণা প্রথমে দিক্ষা একটি রিসার্চ পেপার সাবমিট করে। সেটি ছিল ভগবান অস্তিত্বের সত্যতা নিয়ে। কিন্তু সেই পেপারটি রিজেক্ট হয়। পরে সে একটি আরও একটি পেপার সাবমিট করে সেটিও রিজেক্ট হয়। কিন্তু থেমে থাকেনি দিক্ষা। এরপর দিক্ষা ‘ব্ল্যাক হোল’ নিয়ে গবেষণা করে একটি পেপার সাবমিট করে। সিলেক্ট হয় দিক্ষার প্রচেষ্টা। দিক্ষার পরিবারের বক্তব্য মেয়ের অদম্য জেদ আর হার না মানার লড়াই তাকে এই সাফল্য এনে দিয়েছে।