কলকাতাThursday, 4 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

৭৫ এ থামল লড়াই, শোক স্তব্ধ বাংলার রাজনীতিক মহল

mtik
November 4, 2021 10:47 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ দীপাবলির দিনেই বঙ্গ রাজনীতির নক্ষত্র পতন হল।প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)।

৭৫ বছর বয়সে এসএসকেএম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এদিন রাত ৯টা ২২মিনিটে মৃত্যু হয় তাঁর। পঞ্চায়েতমন্ত্রী (Panchayet Minister) সুব্রত মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে দেখতে এসএসকেএমে (SSKM) গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

এইদিন নিজের কালীঘাটের বাড়িতে অন্যান্য বছরের মতই শ্যামা পুজোর আরাধনায় ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। তখনই খবর আসে অবস্থার অত্যন্ত অবনতি হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের। দেরি না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে আসেন এসএসকেএমে। তবে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন রাজ্য রাজনীতির এই স্তম্ভ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুপুরের খাবার রুটি-তরকারি অর্ডার দিয়েছিলেন তিনি। সেই সময় হালকা বুকে ব্যথা অনুভব হয়। তারপরে বাথরুমে যান। বাথরুম থেকে ফিরেই ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়।এরপর সিপিআর দেওয়া হলেও আর সাড়া দেননি।

মন্ত্রীর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান। হাসপাতালে রয়েছেন অরূপ বিশ্বাস।