পুবের কলম প্রতিবেদকঃ আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবিদাওয়া এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে রাজ্যের সংখ্যালঘু দফতরের মন্ত্রী গোলাম রব্বানির (Minister Golam Rabbani) সঙ্গে দেখা করলেন আলিয়ার প্রাক্তনী ও বর্তমান নব নিযুক্ত পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন। এদিন আলিয়া সহ সংখ্যালঘু উন্নয়নের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুনঃ Breaking: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সংসদ
মন্ত্রী গোলাম রব্বানি আশ্বাস দিয়ে ওই প্রতিনিধি দলকে বলেন– আলিয়ার উন্নয়নের জন্য যা যা করার দরকার সব করা হবে। এদিন মন্ত্রীর সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন মুহাম্মদ বাকিবিল্লিাহ– মুহাম্মদ আল আমীন– সাহেব আলি– সামসুল আলম– বেলালউদ্দিন– আবদুস সালাম– সালমান– আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।