সবুজসাথী সাইকেল নিতে পড়ুয়াদের দিতে হচ্ছে ১০০ টাকা

- আপডেট : ৯ এপ্রিল ২০২৫, বুধবার
- / 48
পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিধানসভার পাঁচুয়াখালি হাইস্কুলে ‘সবুজসাথী’ সাইকেল নিতে হলে পড়ুয়াদের গুনতে হচ্ছে সাইকেল পিছু ১০০ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পে অর্থ নেওয়ার অভিযোগ ঘিরে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ। অভিযোগ, নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে সবুজসাথী সাইকেল। তবে সাইকেল নিতে বলা হচ্ছে ১০০ টাকা এবং একটি ছবি আনতে। অভিভাবক ও পড়ুয়াদের দাবি, টাকা না দিলে সাইকেল মিলছে না এবং শিক্ষকরা অপমানও করছেন। উল্লেখযোগ্যভাবে, কোনও রশিদ ছাড়াই এই টাকা নেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বলে অভিযোগ।
তবে হাইস্কুলের প্রধানশিক্ষক বিষয়টি স্বীকার করে নিয়ে জানান, ‘জামতলা থেকে সাইকেল আনতে ভ্যান বা গাড়ি ভাড়া লাগে, তাই ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এটি কোনও সরকারি নিয়ম নয়, তবে বাস্তব সমস্যার কারণে নেওয়া হচ্ছে। এই বিষয়ে কোনও অভিভাবক বা পরিচালন সমিতির সঙ্গে আলোচনা না করেই তিনি একতরফা সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অনেক পড়ুয়া টাকা দিচ্ছে, কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল বলেন, ‘সবুজসাথী প্রকল্পে এক টাকাও নেওয়া বেআইনি। আমি প্রধানশিক্ষকের সঙ্গে কথা বলব এবং চেষ্টা করব সমস্ত পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে।’ এলাকাবাসীরা জানান, মুখ্যমন্ত্রীর এই মহৎ প্রকল্পে যদি এমন টাকা তোলার প্রবণতা বাড়ে, তাহলে প্রকল্পের আস্থাই হারাবে। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবকরাও।