পুবের কলম প্রতিবেদক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হল রহস্য। সোমবার সন্ধ্যে নাগাদ বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের বয়েজ হস্টেলে এক ছাত্রের মৃত্যুকে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে। জানা গিয়েছে, মালদার বাসিন্দা ওই পড়ুয়া পদার্থ বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বর্তমানে জার্নালিজম বিভাগে পড়াশোনা করতেন। এদিন সন্ধ্যেয় তাঁর সহপাঠিরা বহুতল হস্টেল থেকে ঝুলন্ত দেহ দে’তে পান। এরপরই সহপাঠি সহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে গিয়ে তাকে অচৈতন্য অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে। ময়না তদন্তের পর হাসপাতাল থেকে ছাড়বে বলে জানিয়েছে সহপাঠীরা। এদিকে, এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
সহপাঠীদের বক্তব্য, মৃত আবদুর রহমান বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়া ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা জানান, আবদুর রহমান ছিলেন খুবই গরীব পরিবারের পড়ুয়া। পড়াশোনায় ভালো ছিল। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিল তা ভাবতেই অবাক লাগছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পারভিন আহমেদ বলেন, ঘটনা শুনেছিল, ওই ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, এমএসসি করে জার্নালিজমে ভর্তি হয়েছে এ বছর।