কড়া নিরাপত্তায় স্ট্রং রুম, প্রতীক্ষায় রাজনৈতিক দলগুলি

- আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, সোমবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্কঃ কড়া নিরাপত্তায় স্ট্রং রুম। নেতাজি ইন্ডোরের পাশে রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। সেখানে হবে ভোট গণনা। রয়েছে পুলিশে কমব্যাট ফোর্স, পুলিশ বাহিনী। সিসি ক্যামেরায় নজরদারি চলছে। মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল ঘোষণা। ডান-বাম ছাড়াও সকলেরই সেই দিকেই। ভাগ্য নির্ধারণ হবে ৯৫০ জন প্রার্থীর। স্ট্রং রুমের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১১টি স্ট্রং রুম ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে।
বুথফেরত সমীক্ষায় জানা গেছে, পুরভোটে ১৩১টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ১৩টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। বিধানসভা ভোটের পর এবারও আসন শূন্য হতে পারে বাম-কংগ্রেস জোটের।
উল্লেখ্য, গতকাল পুরভোটকে ঘিরে দিনভর উত্তেজনায় ছিল কলকাতা। কয়েকটি বুথে উত্তেজনা চরমে ওঠে। ভোট শেষ হতে না হতেই, বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলে সোচ্চার হয় বিজেপি। রাজ্যপালের কাছে নালিশ ঠোকে তারা। ১৪৪টি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলে বিজেপি। সেই সঙ্গে সিপিএমের পক্ষ থেকে ১৬টি ও কংগ্রেসের পক্ষ থেকে ৪৫টি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়। এদিকে আজ নির্বাচন কমিশন বিরোধীদের পুনর্নির্বাচনের দাবি খারিজ করে দিয়ে জানিয়ে দেয়, সব বুথেই ভোট হয়েছে। কোথাও বুথ জ্যামের খবর নেই। সিসি ক্যামেরাও সচল ছিল। তাই আর পুনর্নির্বাচনের প্রয়োজনীয়তা নেই।