৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি প্রকল্পে নজরদারিতে জোর, ১ এপ্রিল থেকে চালু হচ্ছে WBiFMS 3.0 ও UPMIS পোর্টাল

চামেলি দাস
  • আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 188

পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এবার ডিজিটাল নজরদারির পথে হাঁটছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে আরও গতি ও নিয়ন্ত্রণে আনতে চালু হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম—WBiFMS 3.0 এবং UPMIS (Unified Project Monitoring & Management System)।

আরও পড়ুন: নয়া ওয়াকফ সংশোধনী বিলে কী আছে? বিরোধিতারই বা কারণ কী?

রাজ্যের অর্থ দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে চালু হয়েছে WBiFMS 3.0, অর্থাৎ পশ্চিমবঙ্গ ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন সংস্করণ। এই নতুন ব্যবস্থার মাধ্যমে সরকারি খরচ, বিলিং, অর্থ বরাদ্দ ও ট্রেজারি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম হবে পুরোপুরি ডিজিটাল এবং আধুনিক। প্রাথমিকভাবে TR26-এর আওতায় থাকা নির্দিষ্ট কয়েকটি অবজেক্ট হেড অফ অ্যাকাউন্টস-এর মাধ্যমে এই সিস্টেমের সূচনা হচ্ছে। ফলে এই হেডগুলির ক্ষেত্রে সব লেনদেন WBiFMS 3.0-তেই করতে হবে; পুরনো WBiFMS প্ল্যাটফর্মে আর সেই সুবিধা থাকবে না।

একইসঙ্গে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে UPMIS পোর্টালের মাধ্যমে প্রকল্প পর্যবেক্ষণের কাজ। সূত্রের খবর, পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, সেচ এবং জলসম্পদ দফতর এই পর্যায়ে UPMIS-এর আওতায় আনা হয়েছে। এপ্রিল মাস থেকে কোনও নতুন প্রকল্প শুরু করতে হলে অনলাইনেই এই পোর্টালে আবেদন করতে হবে। প্রকল্প শুরুর আগে থেকে শেষ হওয়া পর্যন্ত তার সমস্ত অগ্রগতি ও ব্যয়ের হদিস থাকবে এই পোর্টালের মাধ্যমেই।

বিশেষজ্ঞদের মতে, অর্থ দফতর যেহেতু সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ করে, সেই খাতে প্রকল্প যদি ঢিমে তালে চলে বা খরচের স্বচ্ছতা না থাকে, তা সহজেই ধরা পড়বে। ফলে প্রকল্পের গতি ও কার্যকারিতা দুই-ই বাড়বে বলে মনে করছেন প্রশাসনিক মহল।

নবান্নের এক আধিকারিক জানান, “এই দুটি ডিজিটাল ব্যবস্থার হাত ধরে সরকারি প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। একদিকে যেমন ডিজিটাল বিলিং, ম্যান্ডেট, ট্রেজারি প্রক্রিয়াকরণ WBiFMS 3.0-তে বাধ্যতামূলক হচ্ছে, অন্যদিকে প্রকল্প তত্ত্বাবধানে থাকছে কেন্দ্রীয় নজরদারি।”

প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নিজেদের অধীনস্থ DDO ও SAO-দের যথাযথ প্রশিক্ষণ দিয়ে নতুন ব্যবস্থায় অভ্যস্ত করে তোলেন। ভবিষ্যতে আরও বহু হেড অফ অ্যাকাউন্টস ও TR ফর্ম এই সিস্টেমে যুক্ত হবে বলে রাজ্য সরকার সূত্রে ইঙ্গিত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরকারি প্রকল্পে নজরদারিতে জোর, ১ এপ্রিল থেকে চালু হচ্ছে WBiFMS 3.0 ও UPMIS পোর্টাল

আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এবার ডিজিটাল নজরদারির পথে হাঁটছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে আরও গতি ও নিয়ন্ত্রণে আনতে চালু হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম—WBiFMS 3.0 এবং UPMIS (Unified Project Monitoring & Management System)।

আরও পড়ুন: নয়া ওয়াকফ সংশোধনী বিলে কী আছে? বিরোধিতারই বা কারণ কী?

রাজ্যের অর্থ দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে চালু হয়েছে WBiFMS 3.0, অর্থাৎ পশ্চিমবঙ্গ ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন সংস্করণ। এই নতুন ব্যবস্থার মাধ্যমে সরকারি খরচ, বিলিং, অর্থ বরাদ্দ ও ট্রেজারি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম হবে পুরোপুরি ডিজিটাল এবং আধুনিক। প্রাথমিকভাবে TR26-এর আওতায় থাকা নির্দিষ্ট কয়েকটি অবজেক্ট হেড অফ অ্যাকাউন্টস-এর মাধ্যমে এই সিস্টেমের সূচনা হচ্ছে। ফলে এই হেডগুলির ক্ষেত্রে সব লেনদেন WBiFMS 3.0-তেই করতে হবে; পুরনো WBiFMS প্ল্যাটফর্মে আর সেই সুবিধা থাকবে না।

একইসঙ্গে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে UPMIS পোর্টালের মাধ্যমে প্রকল্প পর্যবেক্ষণের কাজ। সূত্রের খবর, পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, সেচ এবং জলসম্পদ দফতর এই পর্যায়ে UPMIS-এর আওতায় আনা হয়েছে। এপ্রিল মাস থেকে কোনও নতুন প্রকল্প শুরু করতে হলে অনলাইনেই এই পোর্টালে আবেদন করতে হবে। প্রকল্প শুরুর আগে থেকে শেষ হওয়া পর্যন্ত তার সমস্ত অগ্রগতি ও ব্যয়ের হদিস থাকবে এই পোর্টালের মাধ্যমেই।

বিশেষজ্ঞদের মতে, অর্থ দফতর যেহেতু সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ করে, সেই খাতে প্রকল্প যদি ঢিমে তালে চলে বা খরচের স্বচ্ছতা না থাকে, তা সহজেই ধরা পড়বে। ফলে প্রকল্পের গতি ও কার্যকারিতা দুই-ই বাড়বে বলে মনে করছেন প্রশাসনিক মহল।

নবান্নের এক আধিকারিক জানান, “এই দুটি ডিজিটাল ব্যবস্থার হাত ধরে সরকারি প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। একদিকে যেমন ডিজিটাল বিলিং, ম্যান্ডেট, ট্রেজারি প্রক্রিয়াকরণ WBiFMS 3.0-তে বাধ্যতামূলক হচ্ছে, অন্যদিকে প্রকল্প তত্ত্বাবধানে থাকছে কেন্দ্রীয় নজরদারি।”

প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নিজেদের অধীনস্থ DDO ও SAO-দের যথাযথ প্রশিক্ষণ দিয়ে নতুন ব্যবস্থায় অভ্যস্ত করে তোলেন। ভবিষ্যতে আরও বহু হেড অফ অ্যাকাউন্টস ও TR ফর্ম এই সিস্টেমে যুক্ত হবে বলে রাজ্য সরকার সূত্রে ইঙ্গিত।