চুরি যাওয়া বাইক উদ্ধার পুকুর থেকে, চাঞ্চল্য নাথুয়ায়

- আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার
- / 11
শুভজিৎ দেবনাথ,গয়েরকাটাঃ চুরি করেও সফল হলো না উদ্দেশ্য।, লক ভাঙতে না পেরে চুরি করা বাইক পুকুরে ফেলে পালিয়ে যায় চোরের দল। এক মাস পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হল চুরি যাওয়া বাইক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বানারহাট থানার অন্তর্গত নাথুয়াহাট চামটিমুখী এলাকা থেকে প্রায় একমাস আগে একই বাড়ি থেকে দুটি বাইক চুরির ঘটনা ঘটে । তারমধ্যে এলাকার বাসিন্দা উৎপল রায়ের একটি বাইক ছিল।
ঘটনায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও বাইকটি পাওয়া যায় নি। এরপর বানারহাট থানায় চুরির অভিযোগ দায়ের করেন উৎপল রায়। এরপর রবিবার সকালবেলা বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে নামে উৎপল। এদিকে গত কয়েকদিনের একটানা গরমে এবং রৌদ্রতাপের কারণে পুকুরের জল অনেকটা কমেছে। আর ঠিক সে সময় স্নান করতে গিয়ে পুকুরে উৎপলের পায়ে কিছু একটা লেগে যায় ।
এরপর উৎপল বুঝতে পারে যে সেটি একটি বাইক । এরপর বাইকটিকে কয়েকজন মিলে টেনে ডাঙ্গায় তুলে আনে। চুরি যাওয়া বাইক বাড়ির পাশের পুকুরে ফিরে পাওয়ায় স্বভাবতই খুশি উৎপল। এ বিষয়ে উৎপল জানায়, সম্ভবত বাইকটির হ্যান্ডেল লক খুলতে পারেনি চোরেরা। তাই বাইকটিকে পুকুরে ফেলে রেখে চলে যায় তারা। বাইকটিকে হেফাজতে নিয়েছে বানারহাট থানা। পড়ে মালিকানা প্রমানিত হওয়ার পর সেটি ফিরিয়ে দেওয়া হবে। তবে তারই দাদা অমল রায়ের চুরি যাওয়া বাইকের হদিশ এখন ও মেলে নি।