পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর মামলা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। তরুণী চিকিৎসক খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ফাঁসির আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। একটি মামলা করেছিল সিবিআই ও অন্যটি করেছিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের আদেবন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন আদালত সাফ জানিয়েছে, ফাঁসি চেয়ে মামলা করার অধিকার নেই রাজ্যের।
Read More: বাণিজ্য সম্মেলনে ৪.৪১ লক্ষ কোটি লগ্নির প্রস্তাবঃ মমতা
প্রসঙ্গত, শিয়ালদহ কোর্ট সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে। তারপর রাজ্যের বিভিন্ন জায়গায় দোষীর ফাঁসির দাবি জোরালো হয়। খোদ বাংলার মুখ্যমন্ত্রীও সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়েছিলেন। একইসঙ্গে তিনি বলেছিলেন, ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাবে রাজ্য। সেমত দোষীর ফাঁসির আবেদন জানিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার সেই মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।