পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত অবশ্য নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েই নানা বিতর্কে জড়িয়েছেন জগদীপ ধনকর। তবে তাঁর বিরুদ্ধে বিজেপি ঘনিষ্টতার অভিযোগ করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আবারও রাজ্য রাজ্যপাল সংঘাত দেখা দিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাই যাওয়ার পথে বাধার মুখে পড়েন। সেই সংক্রান্ত রির্পোট চেয়েছিলেন রাজ্যপাল। অভিযোগ– রাজ্যের তরফে কোনও উত্তর দেওয়া হয়নি। তাই আবারও মুখ্যসচিব এইচকে দ্বিবেদীকে রিপোর্ট দেওয়ার কথা বলেন রাজ্যপাল। শুধু তাই নয় এর জন্য তিনি ৭ দিন সময়ও বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে রিপোর্ট না এলে– তা ‘অল ইন্ডিয়া সার্ভিস রুল’ ভাঙা হবে বলে হুঁশিয়ারি জগদীপ ধনকরের।
বুধবার সকালে শুভেন্দু অধিকারীর নেতাই যাত্রা নিয়ে ট্যুইট করেন রাজ্যপাল। সেই ট্যুইটে তিনি লেখেন– রাজ্যের মুখ্যসচিবকে এক সপ্তাহ সময় দেওয়া হল। কেন শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে বাধার মুখে পড়তে হয়– তার জবাব দিতে হবে। তার কারণ ব্যাখ্যা করতে হবে। যদি তা অমান্য হয়– তাহলে ধরে নিতে হবে শাসকের আইন– আইনের শাসন নয়।