পুবের কলম, ওয়েবডেস্ক: ভালো আছেন বাংলা সিনেমার বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিল্পীর অবস্থা স্থিতিশীল। গতকাল তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, রিপোর্ট সন্তোষজনক। ভয়ের কিছু নেই। তবে হাসপাতাল থেকে মাধবী মুখোপাধ্যায়কে কবে ছাড়া হবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।
গতকাল আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় শিল্পীর। শুক্রবার সকালেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিল্পীর রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আচমকাই দুর্বলতা দেখা দেয়। সেই কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালের তরফে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় শিল্পীকে। বর্তমানে মাধবী মুখোপাধ্যায়ের বয়স ৮০ বছর। দীর্ঘ দিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী।
হাসপাতালের তরফে জানানো হয়, মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। কেন তিনি দুর্বল এবং অসুস্থ বোধ করছেন, তা জানতে বেশ কিছু পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা।
পরিবার সূত্রে জানানো হয়, সম্প্রতি কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের দিনও উপস্থিত ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক দিন শরীর অসুস্থ রয়েছে তাঁর। তাই পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।