৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

SSKM- নিয়ে আসা হল পার্থকে, হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হল হাসপাতালের ভিতরে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ জুলাই ২০২২, শনিবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্ক:  ম্যারাথন জেরায় গতকার রাত ১.৫৫ নাগাদ গ্রেফতার করা হয়েছে রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়কে। দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আগামী সোমবার তাকে আদালতে হাজির করা হবে। আজ আইনজীবী জানান, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করা হয়। জামিন খারিজ করে দিয়েছে আদালত।

জেরার শুরু সময় থেকেই অসুস্থ বোধ করতে থাকেন পার্থ।  সেই সময় এসএসকেএম থেকে তিন জন চিকিৎসককে নিয়ে আসা হয়। গ্রেফতারে আগে ১৯ ঘন্টা, সব শুদ্ধ ২৭ ঘন্টা জেরা করা হয় তাকে। এর পরেই আজ সকালে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের কথা জানানো হয়। প্রথমে আটকের সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে গ্রেফতার করা হয়। এর পরেই জোকার ইএসআই হাসপাতাল থেকে তাঁর শারীরিক পরীক্ষা করার পর রাজ্যেই মন্ত্রীকে নিয়ে ইডির কনভয় রওনা দেয়।

এদিন আদালতের রায় ঘোষণার পর অসুস্থ বোধ করতে থাকেন পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার বলে জানান তার আইনজীবীরা৷ সেইমতো আদালতের কাছে আবেদন করা হয়৷ যদিও ইডি পার্থকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার তীব্র বিরোধিতা করে৷ তাদের দাবি ছিল, রাজ্যের যে কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চিকিৎসা হোক প্রাক্তন শিক্ষামন্ত্রীর৷ কিন্তু ব্যাঙ্কশাল আদালতে খারিজ হয়ে যায় ইডির দাবি৷ আদালত পার্থকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়৷ হাসপাতালে নামার পর তাঁকে কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়৷

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SSKM- নিয়ে আসা হল পার্থকে, হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হল হাসপাতালের ভিতরে

আপডেট : ২৩ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ম্যারাথন জেরায় গতকার রাত ১.৫৫ নাগাদ গ্রেফতার করা হয়েছে রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়কে। দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আগামী সোমবার তাকে আদালতে হাজির করা হবে। আজ আইনজীবী জানান, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করা হয়। জামিন খারিজ করে দিয়েছে আদালত।

জেরার শুরু সময় থেকেই অসুস্থ বোধ করতে থাকেন পার্থ।  সেই সময় এসএসকেএম থেকে তিন জন চিকিৎসককে নিয়ে আসা হয়। গ্রেফতারে আগে ১৯ ঘন্টা, সব শুদ্ধ ২৭ ঘন্টা জেরা করা হয় তাকে। এর পরেই আজ সকালে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের কথা জানানো হয়। প্রথমে আটকের সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে গ্রেফতার করা হয়। এর পরেই জোকার ইএসআই হাসপাতাল থেকে তাঁর শারীরিক পরীক্ষা করার পর রাজ্যেই মন্ত্রীকে নিয়ে ইডির কনভয় রওনা দেয়।

এদিন আদালতের রায় ঘোষণার পর অসুস্থ বোধ করতে থাকেন পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার বলে জানান তার আইনজীবীরা৷ সেইমতো আদালতের কাছে আবেদন করা হয়৷ যদিও ইডি পার্থকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার তীব্র বিরোধিতা করে৷ তাদের দাবি ছিল, রাজ্যের যে কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চিকিৎসা হোক প্রাক্তন শিক্ষামন্ত্রীর৷ কিন্তু ব্যাঙ্কশাল আদালতে খারিজ হয়ে যায় ইডির দাবি৷ আদালত পার্থকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়৷ হাসপাতালে নামার পর তাঁকে কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়৷