কলকাতাTuesday, 5 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সেরা হাসপাতালগুলির মধ্যে অন্যতম এসএসকেএম, সমীক্ষা

mtik
April 5, 2022 7:58 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: বিশ্বের সেরা হাসপাতালগুলির মধ্যে অন্যতম হল কলকাতার এসএসকেএম হাসপাতাল। বিশ্বের বিখ্যাত সংবাদ পত্রিকা বা নিউজ ম্যাগাজিন নিউজ উইকের বিচারে সেরার তকমা পেল এসএসকেএম। নিউজ উইক ও স্ট্যাটিসিয়ার বিচারে বিশ্বের প্রথম সারির দেশ যেমন গ্রেট ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স আমেরিকা সিঙ্গাপুরের মতো দেশগুলির হাসপাতালের পাশে দাঁড়িয়েও সেরার তকমা পেল কলকাতার এসএসকেএম হাসপাতাল।

বিশ্বের মোট ৪০ হাজার চিকিৎসকের মাধ্যমে, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নিউজ উইক এই সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষার ভিত্তিতে দেখা গিয়েছে চিকিৎসা পরিষেবার বিষয়ে রোগীদের সন্তুষ্টির বিচারে বাকি দেশের তুলনায় শ্রেষ্ঠত্ব এসে ধরা দিয়েছে কলকাতার এই হাসপাতালেই। মূলত বিচার করা হয়েছে রোগীদের চিকিৎসা পদ্ধতি হাসপাতালের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা সব কিছুর মানদণ্ড বিচার করেই। এগুলির বিচারেই বিশ্বের সেরা হাসপাতালের তকমা পেল এসএসকেএম।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি কলকাতার এই ঐতিহ্যবাহী হাসপাতাল কলকাতার স্বাস্থ্য ব্যবস্থার প্রাণকেন্দ্র বলা চলে। ইতিহাসেও বার বার এই হাসপাতালের পালকে একের পর এক পালক যুক্ত হয়েছে বার বার। ১৭৭০ সালের আশেপাশে তৎকালীন সরকারের অধিগ্রহণ করা জমিতে হাসপাতালের ভবন তৈরির কাজ শুরু হয়। তার পর থেকেই সাধারণ মানুষের চিকিৎসার কাজে উৎসর্গীকৃত এই হাসপাতালের সুনাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। শুধু চিকিৎসার জন্য নয় চিকিৎসাবিদ্যা পঠন-পাঠনের কাজ, গবেষণার কাজ জটিল অস্ত্রোপচারের কাজ সবেতেই এই হাসপাতাল আছে আলোচনার শীর্ষে।