পুবের কলম, ওয়েবডেস্ক: শ্রীনগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৬টি দেশের ফিচার সিনেমা দেখানো হবে। কাশ্মীর উপত্যকায় সরকার ২০০টিরও বেশি চলচ্চিত্র নির্মাতাকে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে শুটিং করার অনুমতি দিয়েছে। ফেস্টিভ্যালে প্রায় ১৬টি দেশের ৩০টিরও বেশি চলচ্চিত্র স্থানীয়দের জন্য প্রদর্শিত হবে। ৩৭টি দেশের জুরি সদস্যরা স্ক্রিনিংয়ের জন্য ১৭টি দেশকে নির্বাচিত করেছিলেন। এর মধ্যে সেরা চলচ্চিত্র পুরস্কৃত হবে। আর্জেন্টিনা, কিউবা, রাশিয়া, ব্রিটেন অংশ নিচ্ছে।
টিআইএফএফএস ফেস্টিভ্যাল ডিরেক্টর রাকেশ রোশন ভাট জানিয়েছেন, কান ফিল্ম ফেস্টিভ্যাল, টরেন্টো, সাংহাই এবং মেলবোর্নের মতো বিশ্বের সমস্ত শহরের নিজস্ব চলচ্চিত্র উৎসব রয়েছে। চলচ্চিত্র উৎসবে না থাকলে আমরা কখনই কান শহরকে চিনতাম না। জম্মু ও কাশ্মীরের চিত্র বদলাতে, আমরা এখানে এই উৎসব শুরু করেছি।