পুবের কলম প্রতিবেদকঃ সময়ের সঙ্গে তাল মিলিয়ে কলকাতা মেট্রো রেলের নেটওয়ার্ক বেড়েছে। মেট্রোর ট্রেন সংখ্যা বাড়লেও প্রয়োজনের তুলনায় কম সংখ্যক চালক নিয়েই কোনমতে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোটরম্যানরা। কলকাতা মেট্রো রেলের মোটরম্যানের ঘাটটির অভিযোগ তুলেছে একাধিক ইউনিয়ন৷
কখনো মাটির নিচে অন্ধকার সুড়ঙ্গ আবার কখনো মাটির উপর দিয়েই ছুটছে মেট্রো রেল। অনেকক্ষেত্রে মেট্রোর প্রযুক্তিগত বিভ্রাট, আবার কখনো মেট্রোয় আত্মহত্যার ঘটনার জেরে নানারকম মানসিক অস্থিরতার মধ্যে পড়তে হচ্ছে মোটরম্যানদের৷
আর এই সব ঘটনার জেরে মেট্রোরেলের চালকদের উপর বাড়ছে মানসিক চাপও। কলকাতা মেট্রো রেল চালকরা যেন পর্যাপ্ত বিশ্রামের সুযোন পান, মানসিক প্রশান্তিতে থাকতে পারেন, তার জন্য কলকাতা মেট্রোর চালকদের স্ত্রী ও পরিবারের লোকেদের বিশেষ কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মেট্রো রেল সূত্রের খবর। কর্তৃপক্ষের দাবি, ট্রেন চালানোর জন্য চালকদের মানসিক চাপমুক্ত থাকা সবার আগে দরকার। কারণ তাঁদের কাজে মস্তিষ্ক স্থির, গভীর মনোনিবেশ দরকার।
ট্রেনের সামনের ট্র্যাক খেয়াল রাখার সঙ্গে সঙ্গে লক্ষ রাখতে হয় সিগন্যালও। যাত্রী সুরক্ষার পাশাপাশি বড়সড় বিপদ এড়াতেই কাউন্সেলিং-এর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মেট্রো রেল সূত্রের খবর।