রফিকুল হাসান: আজকের দিনে আন্তধর্মীয় বা আন্তবিশ্বাস সংলাপ পৃথিবীর জন্য খুবই জরুরি। সেইসঙ্গে প্রয়োজন মাল্টিকালচারিজম বা একইসঙ্গে বিভিন্ন সংস্কৃতির সহাবস্থান বিষয়টি। বেঙ্গল ইন্সটিটিউটি অফ মাল্টিকালচারাল স্টাডিজ নামে নতুন গড়ে ওঠা একটি সংস্থা কলকাতার উর্দু অ্যাকাডেমিতে আয়োজন করেছিল ইসলাম, ইন্টারফেইথ ডায়লগ অ্যান্ড মাল্টিকালচারিজম: দ্য রোল অফ ডা. আতাউল্লাহ সিদ্দিকি।
ডা. আতাউল্লাহ সিদ্দিকি ছিলেন আমাদের বাংলারই সন্তান। কালিম্পংয়ে ছিল তাঁর বাড়ি ও বেড়ে ওঠা। ১৯৮২ সালে তিনি চলে যান ইংল্যান্ডের ইসলামিক ফাউন্ডেশনে। তাঁর প্রচেষ্টায় শুধু ইউকে নয়, ইউরোপেও ইন্টারফেইথ ডায়লগ ও মাল্টিকালচারিজম নিয়ে নানা কর্মকাণ্ডের সূচনা হয়। আর এই আন্দোলনের অগ্রপথিক ও বলতে গেলে গাইড ছিলেন ডা. আতাউল্লাহ সিদ্দিকি। তাঁর বিভিন্ন পুস্তক ও বক্তৃতায় ছড়িয়ে রয়েছে এ সম্পর্কে তাঁর গবেষণার কথা, খ্রীষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে ডা. আতাউল্লাহর সংযোগ এবং এই বিষয়ে তাঁর চিন্তা ও চেতনার কথা।
প্রধান বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাফাত আলি। আরও উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপর এক অধ্যাপক এবং বিআইএমওসের সভাপতি আব্দুল মাতিন, পুবের কলম প্রত্রিকার সম্পাদক ও প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান, সাংবাদিক নুরুল্লাহ জাভেদ, ইমতিয়াজ সাহেব, বিআইএমএসের সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম সহ বিশিষ্টজনেরা।
বিভিন্ন কালচার বা সংস্কৃতিকে জানা ও অপরকে জানানোর বিষয়টি যুক্তি ও তথ্য সহযোগে বিশিষ্টদের সামনে উপস্থাপন করেন ড. রাফাত আলি। তাঁর মতে, ডা. আতাউল্লাহ সিদ্দিকি আলোচিত বিষয়টির বীজ বপন করে গেছেন বিশ্বজুড়ে।
ব্রেকিং
- ট্রেনে নৃশংস হত্যাকাণ্ড: অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আদালতের
- মমতার অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, কাজ করতে চান ‘দিদি’র সঙ্গে
- পাথরে ভরা দূর্গম পথ হেঁটে মদিনার উদ্দেশ্যে ইউসুফ
- কুয়াশার জেরে ব্যহত বিমান পরিষেবা
- সাহাজাদাপুরে তৃনমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক পেল বজবজের সুস্মিত নস্কর
- বাঘের গতিবিধি বুঝতে সুন্দরবনের লোকালয়ে বসানো হচ্ছে ১০০টি ক্যামেরা
- ঠাকুরপুকুর এলাকার ভাড়া বাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার
- নেতাজি বড় চক্রান্তের শিকার, কেন্দ্রকে দুষে আক্ষেপ মুখ্যমন্ত্রীর
- ফের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানল, এলাকাবাসীকে ঘর ছাড়ার নির্দেশ প্রশাসনের
- নিউইয়র্কে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ
- মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করছেন ট্রাম্প