পুবের কলম, ওয়েবডেস্কঃ BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির অবস্থা স্থিতিশীল। নতুন করে তার জ্বর আসেনি। তবে কাশির সমস্যা রয়েছে। কাশির সমস্যা থাকায় তার সিটি স্ক্যান করা হয়নি। আজ সন্ধ্যায় সৌরভের ওমিক্রন রিপোর্ট আসার কথা। তার পরেই হাসপাতাল সৌরভের বাড়ি যাওয়ার ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।
সৌরভের স্ত্রী ও মেয়ের ডোনা ও সানা গাঙ্গুলির করোনা রিপোর্ট নেগেটিভ। ইতিমধ্যেই সেই রিপোর্ট হাসপাতালে হাতে এসেছে।
হাসপাতাল থেকে বুলেটিনে জানানো হয়, অবস্থা স্থিতিশীল আছে সৌরভ গাঙ্গুলির। রাতে ভালো ঘুমিয়েছেন তিনি। সকালে প্রাতরাশ ও দুপুরের খাবার ঠিক খেয়েছেন। অক্সিজেন স্বাভাবিক। স্টিম নিয়েছেন সৌরভ। আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সৌরভকে।
করোনা আক্রান্ত হয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ গাঙ্গুলি। সৌরভের চিকিৎসার জন্য ৩ সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন চিকিৎসক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু ও সৌতিক পাণ্ডা। পরামর্শ নেওয়া হচ্ছে বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠী ও আফতাব খানের। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে সৌরভকে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়েছে।
আজ সৌরভ গাঙ্গুলির বেহালার চৌরাস্তার বাড়ি কলকাতার পুরসভার পক্ষ থেকে স্যানিটাইজ করা হয়।