৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুজাতার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে সৌমিত্র

রফিকুল হাসান
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্ক: এবার বিবাহ বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হলেন সৌমিত্র খাঁ। স্ত্রী সুজাখা মণ্ডলের সঙ্গে সমস্ত সম্পর্কে ইতি টানতে আইনি পথে হাঁটলেন সৌমিত্র। জানা গেছে, স্ত্রীর কাছে ডিভোর্স চেয়ে সোমবার বাঁকুড়া আদালতে ডিভোর্স ফাইল করলেন সৌমিত্র খাঁ। তবে এ ব্যাপারে সুজাতা মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

উল্লেখ্য, গত লোকসভা ভোটের সময় বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপির হয়ে টিকিট পান সৌমিত্র খাঁ। সেসময় আদালতের নির্দেশে বাঁকুড়া জেলায় ঢুকতে পারে নি সৌমিত্র। কিন্তু স্বামীকে জেতাতে মরিয়া হয়ে ওঠে সুজাতা। তিনি সৌমিত্রকে জেতাতে আসরে নামেন। বিষ্ণুপুর লোকসভায় স্বামী সৌমিত্রর হয়ে ভোট প্রচার শুরু করেন সুজাতা মণ্ডল। স্বামীর হয়ে গলা ফাঁটান সুজাতা। বিষ্ণুপুর লোকসভা থেকেও জয়ী হন সৌমিত্র খাঁ।

কিন্তু তারপরেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। দামোদর থেকে যত জল গড়িয়েছে, আর তাঁদের সম্পর্কেরও অবনতি হয়েছে। এরপরই ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমুলে যোগ দেন সুজাতা। সেদিনই সংবাদমাধ্যমের সামনে সৌমিত্র জানান, সুজাতার সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন। সেইমতো হয়তো তিনি সোমবার বাঁকুড়া আদালতের দ্বারস্থ হয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুজাতার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে সৌমিত্র

আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: এবার বিবাহ বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হলেন সৌমিত্র খাঁ। স্ত্রী সুজাখা মণ্ডলের সঙ্গে সমস্ত সম্পর্কে ইতি টানতে আইনি পথে হাঁটলেন সৌমিত্র। জানা গেছে, স্ত্রীর কাছে ডিভোর্স চেয়ে সোমবার বাঁকুড়া আদালতে ডিভোর্স ফাইল করলেন সৌমিত্র খাঁ। তবে এ ব্যাপারে সুজাতা মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

উল্লেখ্য, গত লোকসভা ভোটের সময় বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপির হয়ে টিকিট পান সৌমিত্র খাঁ। সেসময় আদালতের নির্দেশে বাঁকুড়া জেলায় ঢুকতে পারে নি সৌমিত্র। কিন্তু স্বামীকে জেতাতে মরিয়া হয়ে ওঠে সুজাতা। তিনি সৌমিত্রকে জেতাতে আসরে নামেন। বিষ্ণুপুর লোকসভায় স্বামী সৌমিত্রর হয়ে ভোট প্রচার শুরু করেন সুজাতা মণ্ডল। স্বামীর হয়ে গলা ফাঁটান সুজাতা। বিষ্ণুপুর লোকসভা থেকেও জয়ী হন সৌমিত্র খাঁ।

কিন্তু তারপরেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। দামোদর থেকে যত জল গড়িয়েছে, আর তাঁদের সম্পর্কেরও অবনতি হয়েছে। এরপরই ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমুলে যোগ দেন সুজাতা। সেদিনই সংবাদমাধ্যমের সামনে সৌমিত্র জানান, সুজাতার সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন। সেইমতো হয়তো তিনি সোমবার বাঁকুড়া আদালতের দ্বারস্থ হয়েছেন।