তিরুবনন্তপুরমে খাবারের প্যাকেটে মিললো সাপের চামড়া, হোটেল সিল করলো পুলিশ

- আপডেট : ৭ মে ২০২২, শনিবার
- / 7
তিরুবনন্তপুরম,৭ মেঃ দামী হোটেলের থেকে আনিয়েছিলেন পরটা। দুপুরের খাওয়াটা তাই দিয়ে সারার পরিকল্পনা ছিল মা এবং মেয়ের। মেয়ে ততক্ষণে একটা পরটা খেয়েও ফেলেছেন। মা খাবার মুখে তুলতে গিয়েই চক্ষু চড়কগাছ। খাবারের প্যাকেটে সাপের চামড়া। তিরুবনন্তপুরমের নেদুমনাগড়ের ঘটনা। হোটেলটি সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ।
গত ৫ মে বৃহস্পতিবার চাঁদমুক্কুর দোকান থেকে এক মহিলা পরোটা কেনার সময় এ ঘটনা ঘটে। তিরুবনন্তপুরমের খাদ্য নিরাপত্তার সহকারী কমিশনার, , অনিল কুমার জানিয়েছেন যে হোটেলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রিয়া নামে এক মহিলা এবং তার মেয়ে তাদের দুপুরের খাবারের জন্য দুটি পরোটা কিনেছিলেন, যার মধ্যে একটি মেয়ে খেয়েছিল এবং মা দ্বিতীয়টি খেতে শুরু করেছিলেন। সেই সময় তিনি পার্সেলে সাপের চামড়ার একটি অংশ দেখতে পান। পুলিশকে জানানোর পরে তাঁরা ফুড সেফটি আধিকারিকদের নির্দেশ দেন, দোকানটিপরিদর্শনের। এরপর সিল করে দেওয়া হয় হোটেলটি।
তিরুবনন্তপুরমের ফুড সেফটি কমিশনার জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরেই তাঁরা ব্যবস্থা নিয়েছেন। হোটেলের রান্নাঘরে পর্যাপ্ত আলোর অভাব এবং অস্বাস্থ্যকর পরিবেশ তাদের নজরে এসেছে। সেই কারণে সাময়িকভাবে হোটেলটি বন্ধ করা হয়েছে। নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
নেদুমনাগাদ সার্কেলের খাদ্য নিরাপত্তা আধিকারিক আরশিথা বশির সংবাদ সংস্থাকে জানিয়েছেন তারা অভিযোগ পাওয়ার পরেই দ্রুত ব্যবস্থা নিয়েছেন ।খাদ্যের অবশিষ্টাংশ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বশির বলেন, তাদের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, খাবারের পার্সেল মোড়ানোর জন্য ব্যবহৃত কাগজে সাপের চামড়া আটকে ছিল। ওই মা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসাও করা হয়েছে।