পুবের কলম ওয়েবডেস্ক : সরছে নিম্নচাপ।প্রাক-শীতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।এই সপ্তাহের শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হবে। মিলবে প্যাচপ্যাচে গরম থেকে স্বস্তি। খুশির খবর রাজ্যবাসীর জন্য।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ বিহারের দিকে সরে যাওয়ায় উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে। তার ফলে শুক্রবার থেকে কলকাতার তাপমাত্রা কমতে শুরু করবে। ২-৩ ডিগ্রি কমে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সেই সঙ্গে উত্তুরে হাওয়ায় শীতশীত ভাব অনুভূত হবে।
শুক্রবার থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছুটা কমে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। পরিষ্কার আবহাওয়া থাকায় বিকেলের পর থেকে তাপ বিকিরণ বেশি হবে।ফলে সন্ধে নামলেই তাপমাত্রার পতন বাড়বে।
তবে শীতের ভাব অনুভূত হলেও শীত পড়তে এখনও ঢের দেরি। জানিয়েছে হাওয়া অফিস। তাই এমন আবহাওয়াকে প্রাক-শীত বলছেন আবহবিদরা। তবে যেহেতু উত্তুরে হাওয়া ঢুকবে তাই তার হাত ধরেই বাংলায় শীত পড়বে।তবে অনেকে বলছেন এমনটা মাঝে মধ্যেই হয়।মনে হয় এই বুঝি শীত ঢুকে গেল।কিন্তু কিছুদিন পর থেকেই দেখা যায় শীতের নাম গন্ধ নেই। কলকাতায় তেমন শীত থাকে খুব কমই দেখা যায়।শীত-শীত ভাবের জন্য, সর্দি কাশির প্রবণতা বাড়বে। শিশু ও বৃদ্ধদের একটি বেশি সাবধানে থাকার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা।