পুবের কলম, ওয়েব ডেস্কঃ বলিউডে শোকের ছায়া। কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগালের জীবনাবসান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত পরিচালকের কন্যা পিয়া বেনেগল এই খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরেই কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ৯০ বছরের জন্মদিন পূর্ণ করেন পরিচালক। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য হাসপাতালে যেতে হত পরিচালককে। একাধিক শারীরিক সমস্যা থাকলেও কাজই ছিল তাঁর ধ্যানজ্ঞান। সিনেমার পাশাপাশি ২০০৬ সালে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।
প্রসঙ্গত, ৭০ ও ৮০-র দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা।’মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’-সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি।
সদা ব্যস্ত এই কিংবদন্তি পরিচালক গত বছর ‘মুজিব: দ্য মেকিং অফ নেশন’ নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন। যেখানে ভারত এবং বাংলাদেশের একাধিক অভিনেতারা অভিনয় করেছিলেন।
শ্যাম বেনেগাল ১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর বর্তমানে তেলঙ্গনা রাজ্যের হায়দরাবাদের তিরুমালা গিরিতে জন্মগ্রহণ করেন। হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় হায়দরাবাদ ফিল্ম সোসাইটি।
১৯৭৫ সাল থেকে শুরু করে পর পর পাঁচ বছর জাতীয় পুরস্কার অর্জন করেন শ্যাম বেনেগাল, যা তাঁর কর্মজীবনের অনন্য নজির। ১৯৭৬ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কার এবং ১৯৯১ সালে পদ্মভূষণে সম্মানিত করে। এছাড়াও চলচ্চিত্র ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০৫ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি। এছাড়াও প্রখ্যাত এই পরিচালক ১৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একটি ফিল্ম ফেয়ার পুরস্কার পান। শ্যাম বেনেগলের মৃত্যু ভারতীয় সিনেমায় একটি যুগের অবসান।