পুবের কলম প্রতিবেদকঃ বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর ‘দলবদলু’ নেতারা একে একে ফিরে এসেছেন তৃণমূলে। তবে নির্বাচনের পর যাঁর দলগত অবস্থান নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে তিনি শুভেন্দু অধিকারী। অনেকেই ভেবেছিলেন তিনিও হয়তো সঙ্গীদের পথ অনুসরণ করতে পারেন। যদিও সেই শুভেন্দু অধিকারী এখনও থেকে গিয়েছেন বিজেপিতে। কিন্তু আর বেশিদিন নয়, খুব শীঘ্রই দল বদল করবেন তিনি।
শনিবারের বারবেলায় এমনিই ঘোষণা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে কি শুভেন্দু তৃণমূলে ফিরছেন? এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা দিতে না পারলেও তৃণমূলের তরফ থেকে যে শুভেন্দুকে আর দলে নেওয়া হবে না সে-বিষয়টি স্পষ্ট করে দেন ফিরহাদ হাকিম।
বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটিগোরির নিরাপত্তা দেওয়ার ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সঙ্গে বুলেট প্রুফ গাড়িও। রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে বলে খবর। এই বিষয়ে ফিরহাদ হাকিমের কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, ‘শুভেন্দু’ই একমাত্র ময়দানে আছেন। বাকি বিজেপি নেতারা ঘরে ঢুকে গিয়েছে। শুনেছি শুভেন্দুও বেশিদিন বিজেপিতে থাকবেন না।’ তাহলে কি ঘর ওয়াপসি? এই প্রশ্নের উত্তরে ফিরহাদের স্পষ্ট জবাব, তৃণমূলে নেওয়া হবে না’।