পুবের কলম ওয়েব ডেস্ক: ইতিহাসে প্রথম ! মহাকাশে হবে সিনেমার শুটিং, প্রথম মহাকাশচারী অভিনেতা হতে চলেছেন টম ক্রুজ। ভক্তদের জন্য একের পর এক চমক নিয়ে আসছেন হলিউডের অ্যাকশন অভিনেতা টম ক্রুজ। সিনেমার কাজে পৃথিবীর বাইরে যাচ্ছেন তিনি। শুনতে অবাক লাগলেও এটাই সত্য।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, নির্মাতা ডগ লিমানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটি ছবিতে অভিনয় করবেন টম ক্রুজ। এ ছবির শুটিং হবে মহাকাশে। সেখানে স্পেস স্টেশনে থাকবেন তিনি। নতুন সিনামার জন্য রকেটে করে মহাকাশে পাড়ি দিতে যাবেন তিনি। নেবেন প্রয়োজনীয় প্রশিক্ষণও।
এ বিষয়ে অভিনেতা ও নির্মাতা ইউনিভার্সাল ফিল্মড এন্টারটেইনমেন্ট গ্রুপের সঙ্গে কথা বলেছেন। সব ঠিক থাকলে রকেটে চড়ে মহাকাশে শুটিং করতে যাবেন এ অভিনেতা।
আর সব ধরনের অনুমতি পেলে মহাকাশে থাকার প্রশিক্ষণ নিয়ে শুটিং শুরু করবেন। ধারণা করা হচ্ছে অন্য রকম এক রেকর্ড গড়তে চলেছেন ৬০ বছর বয়সী এ সুপারস্টার।
এই প্রথম কোনো ফিল্ম এর শ্যুটিং পৃথিবীর বাইরে গিয়ে মহাকাশে শ্যুট করা হবে।
২০২০ সালে প্রথম এই ধারণাটি সম্পর্কে জানিয়েছিলেন টম। তবে কোভিড-১৯ এর কারণে সেটি তখন স্থগিত করা হয়। তবে সম্প্রতি আবারো সেই প্রকল্পটি হাতে নেয়ার বিষয়ে বেশ জোরেশোরেই এগিয়ে যাচ্ছে টম ও তাঁর টিম। সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক ডগ লিমান। যদিও এই সিনেমার বাজেট কত হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। বলাই বাহুল্য নির্মাতারাও এখনও চূড়ান্ত বাজেট তৈরি করতে পারেনি। তবে নিঃসন্দেহে এটি একটি বড় বাজেটে সিনেমা হতে চলেছে। এটি টমের একটি স্বপ্নের প্রজেক্ট হিসেবে ও ধরা হচ্ছে।