লখনউ: রবিবার সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন,’লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনের নীচে একটি শিবলিঙ্গ রয়েছে এবং এটিও খনন করা উচিত।’ এদিন লখনউয়ের পার্টি অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন। বর্তমানে উত্তরপ্রদেশে মন্দির খুঁজে বের করা এবং খনন করার যেভাবে হিড়িক পড়েছে তা নিয়েই তিনি একথা বলেন। এর আগেও সম্ভলে খননকাজকে নিশানা করেছেন অখিলেশ।
Read More: ৭০০ ফুট গভীর কুয়ো, ৬ দিনেও উদ্ধার হল না রাজস্থানের একরত্তি
তিনি বলেন, ‘সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে দৃষ্টি সরাতে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে। অনেক জায়গায় খনন কাজ চলছে।’ অখিলেশ যাদব আরও বলেন যে, ‘মহাকুম্ভের জন্য আমন্ত্রণ দেওয়া হয় না। মানুষ নিজেরাই কুম্ভে আসে। এটা আমরা আমাদের ধর্মে শিখেছি।’ উল্লেখ্য যে,শনিবার মুখ্যমন্ত্রী যোগী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে মহাকুম্ভে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।
অখিলেশ যাদব বলেন, ‘এসপি সরকারের আমলে যখন কুম্ভের আয়োজন করা হয়েছিল, তখন এর অধ্যয়ন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় করেছিল। মহাকুম্ভ যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা হয় তা নিশ্চিত করতে এসপি সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ ও সেতুর কাজ অসম্পূর্ণ। সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো আমাদের দায়িত্ব।’ ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে অখিলেশ যাদব বলেন, ‘আজও জার্মানিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়া হয় কিন্তু ভারতে ইভিএমের খেলা চলছে।’