কলকাতাSunday, 20 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

‘আপনার লজ্জা করে না’, ইসরাইলকে সমর্থন করায় জার্মান রাষ্ট্রদূতকে ঘিরে প্রতিবাদ

Kibria Ansary
October 20, 2024 8:11 pm
Link Copied!

জোহানেসবার্গ, ২০ অক্টোবরঃ ইসরাইল-হামাস যুদ্ধ জিউয়ে রাখতে তেল আবিবকে সাময়িক অস্ত্র দিয়ে প্রতিনিয়ত সহায়তা করে চলেছে পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলি। যায়নবাদী সরকারকে সমর্থন করে আসছে জার্মানিও। গণহত্যাকারী ইসরাইলকে কেন সমর্থন? সেই প্রশ্ন তুলেই জার্মানি রাষ্ট্রদূতকে ঘিরে প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এক সমাজকর্মী। প্রিটোরিয়ায় জার্মানি রাষ্ট্রদূতের উপস্থিতি এবং অন্তর্ভুক্তির পরই প্রতিবাদ জানান ওই সমাজকর্মী।

বৃহস্পতিবার স্টেলেনবোশ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল জাস্টিসে ‘ষষ্ঠ আন্তর্জাতিক সামাজিক ন্যায়বিচার’ সম্মেলনে প্যানেলিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন জার্মান রাষ্ট্রদূত আন্দ্রেয়াস পেশকে। সেখানেই জার্মান রাষ্ট্রদূতের তীব্র সমালোচনা করে দক্ষিণ আফ্রিকার সমাজকর্মী জ্যাকি আচমাত বলেন, ‘স্যার, আপনার লজ্জা করে না। আপনারা ইসরাইল রাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীদের একজন। আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাতে পারছি না।’

Read More: নরবলি! ছত্তিশগড়ে বৃদ্ধা ঠাকুমাকে ত্রিশূল দিয়ে হত্যা করে শিবলিঙ্গকে রক্তস্নান নাতির

দক্ষিণ আফ্রিকার এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জার্মান রাষ্ট্রদূত যে মঞ্চে বসেছিলেন, তখন তাঁর দিকে এগিয়ে গিয়ে জার্মানির বিরুদ্ধে ইসরাইলকে অস্ত্র দেওয়ার অভিযোগ তুলে সরব হন সমাজকর্মী জ্যাকি আচমাত। সম্মেলনে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, যারা ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইরানের জনগণকে সমর্থন করেন তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করুন এবং আমার সঙ্গে যোগ দিন।

Read More: রাজ্যে ৬ বিধানসভা উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল

এই ঘটনার পর আন্দ্রেয়াস পেশকে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মিঃ আচমাত আমার দেশকে নিয়ে চিৎকার করলেন। আমি শুনলাম। আমি উত্তর দিলে তিনি শুনলেন না। এটা দুর্ভাগ্যজনক। আমরা যদি একে অপরের কথা না শুনি, তাহলে আমরা একটি সমস্যারও সমাধান করতে পারব না।’