কলকাতাSunday, 17 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

জেল থেকে বেরিয়ে এই সামাজিক কাজগুলো করতে চান, NCB-র কাউন্সেলিংয়ে জানালেন শাখরুখ পুত্র আরিয়ান

asim kumar
October 17, 2021 4:45 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ  জেল থেকে বেরিয়ে সমাজসেবার কাজ করবেন বলে জানালেন শাখরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)।  মাদককাণ্ডে জেলবন্দি শাখরুখ খানের পুত্র। আর পাঁচজনের মতো সাধারণ খাবার খেয়েই দিন কাটছে বাদশা পুত্রের।  মন্নতের হাই প্রোফাইল বিলাসবহুল জীবন ছেড়ে আর্থার রোডের রুদ্ধদার কক্ষেই  রয়েছেন ২৩ বছরের আরিয়ান। আগামী ২০ অক্টোবর পর্যন্ত  আর্থার রোড জেলেই থাকতে হবে আরিয়ানকে। তবে জেলে তার পরিচয় শাখরুখ পুত্র আরিয়ান খান নয়, ‘কয়েদি নম্বর ‘৯৫৬’। এটাই এখন আরিয়ানের পরিচয়। তবে জেলে কাউন্সেলিং চলছে তার। সেখানেই জনসেবা করার কথা জানিয়েছেন শাখরুখ পুত্র।

এনসিবি’র নিয়ম অনুযায়ী, মাদক কাণ্ডে কোনও ব্যক্তি গ্রেফতার হলে তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হয়। কাউন্সেলিংয়ে যথেষ্ঠ সহযোগিতা করছেন আরিয়ান খান। এই কাউন্সেলিং চলাকালীন, জেল থেকে বেরিয়ে সমাজসেবার করার কথা জানিয়েছেন আরিয়ান। দুঃস্থ মানুষের জন্য কিছু করে দেখানোর কথাও বলেছেন। ভালো মানুষ হয়ে জীবন কাটানোর বিষয়েও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি।  কাউন্সেলিংয়ে আরিয়ান বলেন, আমি কখনও এমন কিছু ভুল করিনি যার জন্য আমাকে নিয়ে চর্চা হবে। আরিয়ান এনসিবি’র মুম্বই ইউনিটের ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে জানিয়েছেন,  আমি একদিন এমন কিছু করব, যার জন্য আপনারা আমার উপর গর্ব করবেন।”

উল্লেখ্য, গত ২ অক্টোবর একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে গ্রেফতার আরিয়ান-সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। পরের দিন, ৩ অক্টোবর গ্রেফতার হন শাহরুখ-পুত্র। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগ ওঠে। আরিয়ানের বিরুদ্ধে দায়ের করা পরোয়ানায় লেখা হয়, নিষিদ্ধ মাদক নিয়ে ওই প্রমোদতরীতে উঠেছিলেন শাহরুখ-পুত্র। অভিযানে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা।  নিষিদ্ধ মাদক পাচারের সঙ্গে আরিয়ান যুক্ত ছিল বলে বিশেষ আদালতে দাবি করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাটেও এই সংক্রান্ত বেশ কিছু বার্তা বিনিময় হয়েছে। বিশেষ আদালতে ব্যুরোর দাবি, শাহরুখ-পুত্রের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের এক ব্যক্তির যোগাযোগ রয়েছে, যার থেকে বাদশা পুত্র নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে, তারা একে অপরের সঙ্গে যুক্ত।

মাদক মামলায় গ্রেফতার করা হয় যাঁদের, তাঁদের কাউন্সিলিং করা হয় এনসিবির তরফে।  বিশেষ করে যদি কেউ প্রথমবার গ্রেফতার হন বা তাঁর মধ্যে মাদক নেওয়ার কোনও লক্ষণ দেখা যায়। সাধারণত জিজ্ঞাসাবাদ শেষ হলেই করা হয় কাউন্সিলিং। 

২০ অক্টোবর বুধবার শাহরুখ-পুত্রের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা। এই নিয়ে বেশ কয়েকবার পিছিয়ে গিয়েছে আরিয়ানের জামিন। ম্যাজিস্ট্রেট আদালতে আরিয়ানের জামিন নাকচ হয়ে যাওয়ার পর বিশেষ NDPS আদালতে জামিনের আবেদন করেন আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে।