কলকাতাFriday, 7 April 2023
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

প্রিন্স হ্যারি ও মেসিকে পিছনে ফেলে টাইম প্রত্রিকার প্রভাবশালীর শীর্ষে শাহরুখ

asim kumar
April 7, 2023 8:09 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: টাইম পত্রিকার বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান দখল করলেন বলিউড বাদশা, সুপারস্টার শাহরুখ খান। ‘টাইম’ আয়োজন করেছিল ২০২৩ সালের ‘টাইম হানড্রেড পোল’। সেই ভোটাভুটিতে প্রায় ১২ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। পাঠকের ভোটের ৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থানের শিরোপা কুড়িয়ে নিলেন অভিনেতা শাহরুখ খান। বাদশার পিছনের সারিতে থাকলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কল, লিওনেল মেসি, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দি সিলভা, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োহ’র মতো বিশিষ্টরা।

১.৯ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে থাকলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। সদ্য বিশ্বকাপজয়ী ফুটবল মহাতারকা লিওনেল মেসি ১.৮ শতাংশ ভোট নিয়ে পঞ্চম স্থান পেয়েছেন। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের ১০০জনের একটি তালিকা তৈরি করতে কিছুদিন আগেই একটি জনমত সমীক্ষা চালু করেছিল টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। সেই ভোটাভুটিতে প্রায় ১২ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে ৪ শতাংশ মানুষের সমর্থন পেয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির শিরোপা পেলেন বলিউড বাদশা।

তবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কোনও একক ব্যক্তি নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন মাহশা আমিনির মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সমস্ত মহিলারা এবং তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীরা।

উল্লেখ্য, সদ্য ‘পাঠান’ সিনেমার জন্য গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন ৫৭ বছরের বলিউড তারকা শাহরুখ খান। হাজার কোটি টাকার মুনাফা কুড়িয়েছে বাদশা অভিনীত এই ‘পাঠান’।