শাহজাহানকে বাগে পেতে কোমর বেঁধে নামতে চলেছে ইডি, লুক আউট নোটিশ জারি

- আপডেট : ৬ জানুয়ারী ২০২৪, শনিবার
- / 6
পারিজাত মোল্লা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি মনে করছে সম্ভবত বাংলাদেশে পালিয়েছে সন্দেশখালির ‘মুকুটহীন সম্রাট’ শাহজাহান শেখ। আর এরপরেই তৃণমূল নেতার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি সমস্ত বিমানবন্দর এবং বিএসএফকেও এই বিষয়ে ইডির তরফে অ্যালার্ট করা হয়েছে বলে জানা গেছে। তৃণমূল নেতাকে ধরতে দুই ২৪ পরগনার সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ চৌকিকে বিশেষ ভাবে নজরদারি চালানোর কথা বলা হয়েছে। অন্যদিকে ইডির তরফে আইবি’র সাহায্যও নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে শাহজাহান শেখকে বাগে পেতে একেবারে কোমর বেঁধে নামতে চলেছে ইডি।
রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইতিমধ্যে গ্রেফতার করেছে ইডি। আর সেই মামলায় আরও বেশ কয়েকজনকে জেরা করে শাহজাহান শেখের নাম পান তদন্তকারীরা। আর এরপরেই গত শুক্রবার তাঁর সন্দেশখালির বাড়িতে হানা দেয় ইডি। আর সেখানে গিয়ে রীতিমত হামলার মুখে পড়তে হয় তদন্তকারী সংস্থাকে। প্রায় ৮০০ থেকে ১ হাজার মানুষ তাদের ঘিরে ধরে বলে অভিযোগ। হত্যার জন্যেই এই হামলা করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনার সময় বাড়িতেই ছিলেন শাহজাহান শেখ বলে ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, ঘটনার পর সম্ভবত রাতেই গা ঢাকা দিয়েছেন শাহজাহান শেখ। এমনকি সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও সে পালিয়ে যেতে পারে বলে অনুমান তদন্তকারী সংস্থার। আর এরপরেই তৃণমূল নেতার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে।