শাহজাহান কে ধরতে সিবিআই-এর পাশাপাশি রাজ্য পুলিশেও আস্থা হাইকোর্টের

- আপডেট : ১৭ জানুয়ারী ২০২৪, বুধবার
- / 8
মোল্লা জসিমউদ্দিন: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠে সন্দেশখালি মামলা। রাজ্য পুলিশের ওপর ভরসা করতে না পেরে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। সন্দেশখালি-কাণ্ডে শেখ শাহজাহানকে খুঁজতে রাজ্য পুলিশের ওপর সম্পূর্ণ ভরসা রাখতে পারল না হাইকোর্ট। এবার পুলিশের সঙ্গে তদন্তে নামবে সিবিআই-ও। এদিন এই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ, রাজ্য পুলিশ ও সিবিআই-কে নিয়ে যৌথ ‘সিট’ গঠন করতে হবে। সেই টিম তদন্ত করবে’। ন্যাজাট থানা তদন্তে অংশ নিতে পারবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ঘটনার পর এই ন্যাজাট থানাতেই পরপর ৩ টি এফআইআর দায়ের হয়। সন্দেশখালির ‘ফেরার’ তৃণমূল নেতা শাহজাহান শেখের সন্ধানে এবার রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে সিবিআই। বুধবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। নির্দেশ অনুযায়ী, এই বিশেষ তদন্তকারী দল প্রয়োজনে আধা সেনা ও রাজ্য পুলিশের সহযোগিতা নিতে পারবে বলে জানা গেছে। সন্দেশখালিকাণ্ডে ন্যাজাট থানায় মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে একটি এফআইআর করেছে ইডি। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ন্যাজাট থানার পুলিশ এবং তৃতীয় এফআইআরটি করেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকর। প্রথম দুটি এফআইআরের তদন্ত করবে সিট। দলে রাজ্যের তরফে থাকবেন এসপি জসপ্রীত সিং। তবে সিবিআইয়ের তরফে কোনও আধিকারিকের নাম এখনও পর্যন্ত জানানো হয়নি। তদন্তের স্বার্থে সিট চাইলে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের সাহায্য নিতে পারবে বলেও জানিয়েছে আদালত।