নওয়াজকে রাজনীতিতে ফেরাবেন শাহবাজ শরিফ !
ইমামা খাতুন
- আপডেট :
১৭ জুলাই ২০২৩, সোমবার
- / 8

পুবের কলম,ওয়েবডেস্ক: মেয়াদ শেষের আগেই আগামী মাসে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রবিবার লাহোরে এক অনুষ্ঠানে এ ঘোষণা করেন তিনি। এ সময় বড় ভাই নওয়াজ শরিফকে রাজনীতিতে ফেরানোর ইঙ্গিত দেন তিনি। শাহবাজ বলেন, ‘আসন্ন সাধারণ নির্বাচনে সুযোগ পেলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতাদের এবং দলের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফকে সঙ্গে নিয়ে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে গিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করব।’ পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘আসন্ন নির্বাচনে আমরা জনগণের ম্যান্ডেটকে মেনে নেব।’ পিএমএল-এন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে ইমরান খানের পিটিআইয়ের ৪ বছরের কর্মকাণ্ডের তথ্য খতিয়ে দেখে দেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, দুর্নীতির মামলায় পাকিস্তানের ৩বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে দেশটির নির্বাচন কমিশন। কিন্তু চলতি বছরের শুরুতে কোনও রাজনীতিককে সর্বোচ্চ ৫ বছর নিষিদ্ধ করা যাবে বলে আইন পাস করে সরকার। মনে করা হচ্ছে, নওয়াজ শরিফ দেশে ফিরবেন এবং রাজনীতিতে যোগ দেবেন। প্রসঙ্গত, ২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন পিটিআইয়ের নেতৃত্বাধীন সরকারের অধীনে পাঁচ বছরের মেয়াদের পার্লামেন্টের যাত্রা শুরু হয়। কিন্তু পুরো সময় ক্ষমতায় থাকতে পারেনি ইমরান খানের দল। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। পিটিআই সরকারের পতনের পর প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। সেই ক্ষমতাসীন জোটের অধীনে সংসদের মেয়াদ সম্পন্ন হতে যাচ্ছে আগামী মাসে।