বিশেষ প্রতিবেদন: গুজবের ডালপালায় ছড়াচ্ছে বিদ্বেষ। তাতে হাওয়া দিচ্ছে সোশ্যাল মিডিয়া, এমনকি স্যাটেলাইট নিউজ চ্যানেলও। চিন্ময় কৃষ্ণের পক্ষে আইনী লড়াই করায় তার আইনজীবি রমেন রায়ের উপর হামলা করে তাকে গুরুতর আহত করা হয়েছে এবং একই সঙ্গে তার বাড়িও তছনছ করা হয়েছে —এমন একটি দাবি করা হচ্ছিল ভারতীয় গণমাধ্যমে। কিন্তু জানা গেল সেটি মিথ্যায় ভরা। গত ২৫ নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৬ নভেম্বর পুলিশ তাকে চট্টগ্রাম আদালতে হাজির করলে তিনি জামিনের আবেদন করেন। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর গত ৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি থাকলেও তার পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় আগামী ২ জানুয়ারি শুনানি ধার্য করে আদালত। এরই প্রেক্ষিতে, ইসকনের কলকাতা শাখার সহ-সভাপতি রাধারমণ দাস তার এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। পোস্টে হাসপাতালে চিকিৎসারত এক আহত ব্যক্তির একটি ছবি যুক্ত করে তিনি দাবি করেন, ছবির আহত ব্যক্তির নাম রমেন রায়। তিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। মুসলিমরা রমেন রায়ের বাড়ি ভাঙচুর করেছে এবং তার ওপর হামলা করেছে। সে এখন আইসিইউতে আছে। ওই পোস্টকে সূত্র ধরে যাচাইবাছাই না করেই এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড, জি ২৪ ঘন্টা, ইন্ডিয়ান এক্সপ্রেস, ফিনানশিয়াল এক্সপ্রেস, রিপাবলিক ওয়ার্ল্ড, টিভি৯, আজ তক, টাইমস নাউ, ইন্ডিয়া টুডে, এবিপি লাইভ, হিন্দুস্তান টাইমস, লোকমত টাইমস, ওয়ান ইন্ডিয়া, সিএনএন নিউজ ১৮, মিন্ট খবর করে।
ফ্যাক্ট চেক সাইট রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবির আহত ব্যক্তি তথা রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন। আহত রমেন রায় আইনজীবী হলেও তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মামলার সঙ্গে জড়িত নন। প্রকৃতপক্ষে, গত ২৫ নভেম্বর শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় রমেন রায় আহত হন। তবে তার বাড়ি ভাঙচুরের কোনো তথ্য পাওয়া যায়নি। গত ২৫ নভেম্বর থেকে শাহবাগে আহত আইনজীবী রমেন রায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি স্বতন্ত্র গৌরাঙ্গ দাসের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, গণমাধ্যম বিষয়টি মিথ্যাভাবে উপস্থাপন করছে। রমেন রায় গত ২৫ নভেম্বর শাহবাগে আহত হয়েছেন। আহত রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন।
এদিকে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ইসকনের রাধারমণ দাস বেমালুম বলে দিলেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে লড়ার কারণেই তার উপর এই হামলার ঘটনা ঘটেছে। এতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের পক্ষে দাঁড়ানো ব্যক্তিদের উপর ক্রমবর্ধমান বিপদের বিষয়টিই প্রতিফলিত হচ্ছে।