পুবের কলম ওয়েবডেস্ক : ৮ ফেব্রুয়ারি ভারতের কর্ণাটকের এক কলেজে হিজাব পরায় মুসকান খান নামের এক ছাত্রীকে হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর হিজাব বিতর্ক নিয়ে শুরু হয় নানা আলোচনা।কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের হিজাব পরা নিয়ে বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ইনস্টাগ্রামে পাগড়ি পরিহিত এক ব্যক্তি এবং হিজাব পরা এক মহিলার ছবি পোস্ট করে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, ‘পাগড়ি পরার স্বাধীনতা যদি থাকে, তাহলে হিজাব কেন নয়?’
মুসকানকে হেনস্তার নিন্দা জানিয়েছিলেন গীতিকার জাভেদ আখতার।তিনি টুইট করে জানান, হিজাব বা বোরকা পরাকে সমর্থন করেন না। তাঁর মতো ধর্মনিরপেক্ষ মানুষের সেই অধিকারও রয়েছে। কিন্তু ঘটনার দিন যেভাবে কিছু উন্মত্ত যুবক কয়েকজন ছাত্রীকে হেনস্তার চেষ্টা করে তা নিয়ে প্রবল আপত্তি জানান তিনি।এর আগে কঙ্গনা রানাওয়াত হিজাব বিতর্কে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘যদি সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা না পরে বেরিয়ে দেখান। ’
কঙ্গনার সেই টুইটের প্রত্যুত্তরে জাভেদের স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি কার্যত ধুয়ে দিলেন কঙ্গনাকে, ‘ভুল হলে সংশোধন করে দেবেন; কিন্তু আফগানিস্তান একটি ধর্মরাষ্ট্র এবং শেষ যখন আমি খতিয়ে দেখেছিলাম, তখন ভারত একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ। ‘
এর আগে বিজেপি সাংসদ হেমা মালিনী জানিয়েছিলেন, বিদ্যালয় পড়াশোনার জন্য। সেখানে ধর্মীয় বিষয় নিয়ে আসা উচিত নয়। প্রতিটি স্কুলেই নির্দিষ্ট পোশাক আছে। তাকে সম্মান জানানো উচিত। স্কুলের বাইরে যে কোনও পোশাক পরা যেতে পারে।