পুবের কলম প্রতিবেদক: ভ্যাকসিন কাণ্ডে সরব হয়ে স্বাস্থ্য ভবন ঘিরে বিক্ষোভে দেখাল ছাত্র পরিষদ। সোমবার উত্তর ২৪ পরগনা জেলা ছাত্র পরিষদের উদ্যোগে চলে ওই বিক্ষোভ কর্মসূচি। এদিন, দুপুর ২টা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভের টেকনো ইন্ডিয়া কলেজ এর সামনে থেকে মিছিল করে যাওয়ার কথা। কিন্তু সেখানে জড়ো হতেই পুলিশ তাদের আটকে দেয়। এরপর শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ব্যাপক ধস্তাধস্তির পর তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেল জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোর রোড অবরোধে বসে কংগ্রেস কর্মী সমর্থকেরা। এদিন দুপুর নাগাদ দমদম এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে ভিআইপি এবং যশোহর রোড মোড়ে রাস্তা অবরোধ করে বাইক উল্টো করে রেখে এবং সিলিন্ডার রেখে বিক্ষোভ কংগ্রেসের পক্ষ থেকে পাশাপাশি রাস্তার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করা হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রতিনিয়ত যেভাবে রান্নার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটছে। তাতে কেন্দ্র সরকারের কোনও হস্তক্ষেপ নেই। তারই প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদের।
উল্টোদিকে, চুক্তিভিত্তিক থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে স্বাস্থ্য ভবন ঘিরে বিক্ষোভ দেখাল স্বাস্থ্যকর্মী নার্সেরা। বিক্ষোভকারীদের দাবি, ভোটের আগে চাকরিতে স্থায়ীকরণের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা এখনও মেলেনি। তারই প্রতিবাদে এদিন স্বাস্থ্য ভবনের গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলছিল। অভিযোগ, পুলিশ আচমকাই স্বাস্থ্যকর্মী গায়ে হাত দিয়ে বিক্ষোভ হঠাতে চেষ্টা করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে পড়ে নার্সরা।