পুবের কলম, ওয়েবডেস্ক: মর্মান্তিক ঘটনা। বারাসাত মেডিক্যাল কলেজের বাইরের ভ্যাটে ছড়িয়ে ছটিয়ে মানব দেহাংশ। মাথা, হাত, চোখ,দাঁত সহ শরীরের একাধিক অংশ ছড়িয়ে আছে সেখানে। জানা গেছে, প্রতিদিনের মতো এদিনেও সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালের ভ্যাট সাফ করতে গিয়েছিলেন সাফাইকর্মীরা ।
জঞ্জাল সাফ করতে গিয়েই চোখ কপালে ওঠে। দেখেন, ভ্যাটের মধ্যে পড়ে রক্তমাখা মানব দেহাংশ। শুধু তাই নয়, কুচি কুচি করে কাটা হাত-পায়ের টুকরোও উদ্ধার হয় এদিন। রয়েছে চোখের অংশও। দেখা মাত্রই হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন সাফাইকর্মীরা। খবর যায় হাসপাতালের অধ্যক্ষ ডা. সুহৃতা পালের কাছে। খবরটি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনার প্রেক্ষাপটে, সাফাই বিভাগের কর্মী নিতাই মণ্ডল বলেন, “প্রতিদিনই হাসপাতালে নোংরা আবর্জনা এই স্তুপে রাখতে আসি। আজ এসে দেখলাম একজন মানুষের দেহ পড়ে রয়েছে খণ্ডবিখণ্ড অবস্থায়। তবে কোথা থেকে এই দেহাংশ হাসপাতালের ভ্যাটে এল তা নিয়ে ঘনীভূত হচ্ছে রসহ্য।
রাজ্যের একমাত্র মেডিক্যাল কলেজে হাসপাতাল এটি যার মূল দরজা সারারাত খোলা থাকে। মানুষের অবাধ বিচরণ এখানে। হাসপাতালের ৫টি মূল দরজাই দিয়ে অনায়াসে যে কেউ যাতায়াত করতে পারে বলেই খবর হাসপাতাল সূত্রে। তবে নয়া নিয়ম অনুযায়ী, হাসপাতাল সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। তার পরেও দেহ পড়ে থাকার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।