পুবের কলম, ওয়েবডেস্ক: স্যালাইন কাণ্ড নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, “জুনিয়র চিকিৎসকদের দিয়ে অপারেশন করানো হয়েছে। সিনিয়র চিকিৎসকরা দায়িত্ব পালন করেনি। সঠিক চিকিৎসা করলে প্রসূতিকে বাঁচানো যেত।” চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, “নিয়ম না মানলে অন্য রাজ্যে চলে যান।”
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে সন্তান প্রসবের পর পাঁচ প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। মারা যান এক প্রসূতি। বাকিরা চিকিৎসাধীন।