জুন মাসের প্রথম সপ্তাহে বের হতে পারে মাধ্যমিকের ফল

- আপডেট : ৪ মে ২০২২, বুধবার
- / 12
পুবের কলম প্রতিবেদক: জুন মাসের প্রথম সপ্তাহে বের হতে পারে মাধ্যমিকের ফল। মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, সমস্ত প্রস্তুতি তুঙ্গে। সব ঠিকঠাক থাকলে জুন মাসের প্রথম সপ্তাহে ফলাফল বের করা সম্ভব হবে।
পর্ষদ জানিয়েছে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শেষ ৯৯ শতাংশের বেশি নম্বর জমা পড়েছে। ২৮ এপ্রিল এর মধ্যে প্রতিটি বিষয়ের নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল প্রধান পরীক্ষকদের। কিছু নম্বর জমা পড়া বাকি থাকলেও পর্ষদ আধিকারিকরা আশা করছেন চলতি সপ্তাহের মধ্যেই তা জমা পড়ে যাবে। সেক্ষেত্রে জুনের প্রথম সপ্তাহেই মধ্যেই ফলাফল বের করা হতে পারে। যদিও মধ্যশিক্ষা পর্ষদ মে মাসের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশের টার্গেট নিয়ে এগোচ্ছে। পর্ষদের এক আধিকারিক বলেন, ‘মে মাসের শেষ সপ্তাহে যদি না করা যায় তাহলে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা ফলাফল প্রকাশ করে দেবো।’
উল্লেখ্য, এ বছর ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। পরীক্ষাকে নির্বিঘ্নে করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও পরে হাইকোর্টের নির্দেশে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত থেকে পিছোতে হয় পর্ষদকে। তবে পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে বলে দাবি করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।