পুবের কলম, ওয়েবডেস্কঃ অবশেষে বাড়ি ফিরল স্কুল পড়ুয়ারা। ছুটির পর দু’ ঘন্টা পরে বাড়ি ফিরল তারা। আজ মহিষবাথানের সল্টলেক শিক্ষানিকেতনের স্কুলের ‘স্কুল বাস’ বিভ্রাটের কারণে চাঞ্চল্য দেখা দেয়।
অভিভাবকদের অভিযোগ ছিল, শুক্রবার বেলা ১২ টা নাগাদ স্কুল ছুটি হলেও এখনও বাড়িতে পৌঁছয়নি পড়ুয়ারা। স্কুলের তিনটি ‘স্কুল বাস’-এর চালকদের ফোন সুইচড অফ। এই নিয়ে স্কুলে বিক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের অভিভাবকদের। ঘটনাস্থলে আসে পুলিশ। করোনা আবহ কাটিয়ে আজই স্কুল খোলে। এর পরেই এই ঘটনা। অভিভাবকদের অভিযোগ, বার বার চালকদের ফোন করলেও তাদের ফোন সুইচড অফ বলছে।
স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়ার নির্দিষ্ট বাসে না উঠে স্কুলেরই অন্য ক্লাসের বাসে উঠে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই কারণে বিভ্রান্তি দেখা দিয়েছে। কী কারণে তিনটি বাস আচমকা হারিয়ে যায়, তার কোনও নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।
পড়ুয়াদের নিরাপত্তার প্রশ্নে স্কুল কর্তৃপক্ষ।