পুবের কলম প্রতিবেদক, মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনেও সিআইডি তদন্তে নেমেছে। তারা বুধবার সকাল সাড়ে ১১টার পর হাসপাতালে পৌঁছে প্রথমে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তারপর মাতৃমা বিভাগে গিয়ে তদন্ত করেন। সেখানে ক্ষতিগ্রস্ত রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিআইডি কর্তারা।
গত বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে অপারেশনের পর এক প্রসূতির মৃত্যু হয় এবং তিনজন গুরুতর অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। অভিযোগ ওঠে, সিনিয়র চিকিৎসকের অনুপস্থিতি, জুনিয়র চিকিৎসকদের দিয়ে অপারেশন করানো এবং ভুল ওষুধ ব্যবহারের কারণে এই ঘটনা ঘটে। প্রসূতির মৃত্যুতে সিআইডি তদন্তে নেমেছে এবং ইতিমধ্যে হাসপাতাল সুপার, দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের জেরা করেছে।
এদিন সিআইডি মৃত রোগী মামনি রুইদাসের স্বামী দেবাশিস রুইদাসের সঙ্গে কথা বলে, শিশুর সুরক্ষার ব্যাপারে তাদের অবস্থান জানতে চায়। সিআইডি এদিন শিশু ও পরিবারের ভবিষ্যত দেখভাল নিয়ে তদন্ত চালায়। অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের সংগঠন ‘রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে, দাবি করেছে তারা সফট টার্গেট এবং গণশত্রু হিসেবে উপস্থাপন হচ্ছেন এবং সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি তাদের দায় নয়।
ব্রেকিং
- বাতিল হওয়া ইউজিসি নেট পরীক্ষার নয়া সূচি ঘোষণা
- স্যালাইন কান্ড: মেদিনীপুর মেডিক্যালে তদন্তে ফের সিআইডি
- ফের শ্যুটআউট, আসামীকে নিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ পুলিশকর্মী, পলাতক আসামী
- অনশনরত কৃষক নেতার শারীরিক অবস্থা কি! জানতে চাইল সুপ্রিম কোর্ট
- দোষীদের কেউ ছাড় পাবে না, স্যালাইন-কাণ্ডে সরব অভিষেক
- মুখ্যমন্ত্রীর উদ্যোগেই পর্যালোচনা বৈঠক, দেউচা পাঁচামিতে গ্লোবাল টেন্ডার
- তৃণমূলের নৈতিক জয়: জ্যোতিপ্রিয়র জামিন প্রসঙ্গে বললেন সাংসদ মমতা বালা ঠাকুর
- অনাথ ও দুঃস্থদের নিয়ে মধ্যাহ্নভোজনে মাতলেন বারাসত উত্তরাচলের বাসিন্দারা
- এবারের গঙ্গাসাগরে এসে মৃত্যু হল ৬ জন তীর্থযাত্রীর, হাসপাতালে ভর্তি ৯ তীর্থযাত্রী
- ভাগবতের মন্তব্য ‘দেশদ্রোহিতা’র সমান: সুর চড়ালেন রাহুল
- মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক: শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য নয়া নির্দেশিকা দিল মধ্য শিক্ষা পর্ষদ
- এবার গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের নিরাপত্তা দিল বঙ্কো ও ম্যাক্সি