পুবের কলম ওয়েবডেস্ক : বালিগঞ্জ উপনির্বাচনে বাম মনোনীত সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। বুধবার দুপুরে বামফ্রন্টের পক্ষ থেকে নাম ঘোষণার পরে সন্ধ্যাতেই প্রচারে নেমে পড়ছেন সায়রা। অতীতে স্বামী ফুয়াদ হালিমের হয়ে ভোটের প্রচার করেছেন। কিন্তু এ বার নিজে প্রার্থী। তবে এই লড়াইটাকে ‘ভীষণ চ্যালেঞ্জিং’ মনে করছেন সায়রা।
সায়রার জন্ম কলকাতাতেই । তবে লেখাপড়া, বড় হওয়া দেশের বিভিন্ন প্রান্তে । বাংলা বলতে পারেন কাজ চালানোর মতো । সায়রা অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝি। বাবা জমিরুদ্দিন শাহ ছিলেন ভারতীয় সেনা বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। সৈনিক বাবার মেয়ে হিসেবে গোটা ছোটবেলাটাই তাঁর কেটেছে দেশের নানা প্রান্তে। ঘুরে ঘুরে।বালিগঞ্জে সিপিএম প্রার্থী নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা হালিম।
বালিগঞ্জ উপনির্বাচনে বাম মনোনীত সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। বুধবার দুপুরে বামফ্রন্টের পক্ষ থেকে নাম ঘোষণার পরে সন্ধ্যাতেই প্রচারে নেমে পড়ছেন সায়রা। অতীতে স্বামী ফুয়াদ হালিমের হয়ে ভোটের প্রচার করেছেন। কিন্তু এ বার নিজে প্রার্থী। তবে এই লড়াইটাকে ‘ভীষণ চ্যালেঞ্জিং’মনে করছেন সায়রা।
সায়রার জন্ম কলকাতাতেই । তবে লেখাপড়া, বড় হওয়া দেশের নানা প্রান্তে। বাংলা বলতে পারেন কাজ চালানোর মতো । সায়রা অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝি। বাবা জমিরুদ্দিন শাহ ছিলেন ভারতীয় সেনা বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। সৈনিক বাবার মেয়ে হিসেবে গোটা ছোটবেলাটাই তাঁর কেটেছে দেশের নানা প্রান্তে ।
২০০০ সালে সিপিএম নেতা ফুয়াদ হালিমের সঙ্গে বিয়ে হয় সায়রার। তবে তখন তিনি রাজনীতিতে যোগ দেননি। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে স্বামী ফুয়াদ বালিগঞ্জে প্রার্থী হলে সায়রা প্রচারে অংশ নিয়েছিলেন। এর পরে ২০১৬ সালে সিপিএমের তৎকালীন জোটসঙ্গী কংগ্রেসের প্রার্থী কৃষ্ণা দেবনাথের হয়েও প্রচারে নামেন। তবে রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়ে গত বিধানসভা নির্বাচনে।